ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

শিমুল মুস্তাফার আবৃত্তি সন্ধ্যায় ‘যন্ত্রণার মেঘ বৃষ্টি ঝড়’

প্রকাশিত: ০৪:৫৫, ২০ অক্টোবর ২০১৮

 শিমুল মুস্তাফার আবৃত্তি সন্ধ্যায় ‘যন্ত্রণার মেঘ বৃষ্টি ঝড়’

স্টাফ রিপোর্টার ॥ বইয়ের ভাঁজে ভাঁজে থাকা কবিতাগুলো যেন স্বশক্তিতে হয়ে ওঠে সচল। শিল্পিত উচ্চারণে নানা বিষয়ের কবিতাগুলো স্বরূপে মূর্ত হয় শ্রোতার সামনে। দোলায়িত ছন্দমাখা শব্দগুলো কড়া নাড়ে কবিতানুরাগীর চৈতন্যে। কবিতায় মোড়া বিকেল গড়ানো হেমন্তের সন্ধ্যাটি আবির্ভূত হয় স্নিগ্ধতার স্বরূপে। এভাবেই ‘যন্ত্রণার মেঘ বৃষ্টি ঝর’ নামের আবৃত্তি অনুষ্ঠানটি দাগ কেটে যায় কবিতাকে ভালোবাসা অনুরাগীর কাছে। শুক্রবার ছুটির দিনে অনবদ্য এই আবৃত্তি পরিবেশনাটি উপহার দিলেন নন্দিত আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বাঙালীর চিন্তা-চেতনা এবং সংস্কৃতি ও ইতিহাস-আশ্রিত এই আবৃত্তিসন্ধ্যার আয়োজন করে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি। দরাজ কণ্ঠে টানা প্রায় দেড়ার কবিতাপাঠে শ্রোতার অন্তরে মুগ্ধতার বীজ বুনে দেন শিমুল মুস্তাফা। সেই মুগ্ধতার হাতছানিতে শহরের নানা প্রান্ত থেকে শ্রোতারা জড়ো হয়েছিলেন কবিতানির্ভর আয়োজনটিতে। তারা শুনতে পেয়েছেন নানা স্বাদ ও ছন্দের কবিতা। সেখানে ছিল সমাজ ভাবনাতাড়িত সমকালীন ঘটনা থেকে দ্রোহ কিংবা প্রেমের কথা। স্বাধীনতার চেতনাকে ধারণ করে জাতীয় সঙ্গীতের সুরে শুরু হয় অনুষ্ঠান। ‘আমার সোনার বাংলা’ নামের গান শেষে সদ্যপ্রয়াত কিংবদন্তি ব্যান্ডসঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর প্রতি জানানো হয় শ্রদ্ধা। এরপর কণ্ঠে বহুমাত্রিক বিষয়ের কবিতাকে ধারণ করে পরিবেশনা শুরু করেন শিমুল মুস্তাফা। একে একে পাঠ করেন মুক্তিযুদ্ধ, দ্রোহ, প্রেমসহ নানা বিষয়ের কবিতা। একে একে আবৃত্তি করেন সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’, শামসুর রাহমানের ‘কালো মেয়ের পংক্তিমালা’, আরণ্যক বসুর ‘ মনে থাকবে’, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ‘অভিমানের খেয়া’, জীবননান্দ দাশের ‘বনলতা সেন’, ‘আট বছর আগে’, ‘সিন্ধু সারস’সহ ৩০টি কবিতা । কবিতার প্রতি আপন দায়বদ্ধতার কথা ব্যক্ত করে শিমুল মুস্তাফা জানান, কবিতা এবং আবৃত্তির সম্পর্কটা খুবই কাছের, প্রাণের। একজন আবৃত্তিকার আবৃত্তির মাধ্যমে মানুষের স্নেহের জায়গাটা, প্রেমের জায়গাটা, আন্তরিকতার জায়গাটা, বোধের জায়গাটা জাগ্রত করে। আমি করি আবৃত্তি মস্তিষ্কের একটি শিল্প, আমি কবিতা উপলব্ধি করি আর তা ভালবেসেবেই পড়ি। তবে মানুষের কাছে গান যতটা স্থান দখল করে নিয়েছে, এখনো সেটা পারেনি কবিতা। তাই কবিতা এবং কবিতার মানুষদের উন্নয়নের জন্য সবার এগিয়ে আসা প্রয়োজন। গীতিমাল্য ‘আমার সোনার বাংলাদেশ’ ॥ শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হলো বিশেষ সঙ্গীত অনুষ্ঠান। এটি ছিল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ নিয়মিত দর্শনীর বিনিময়ে আয়োজিত সঙ্গীতানুষ্ঠানের অংশ। শাহীন সরদারের পরিকল্পনা ও পরিচালনায় পরিবেশিত হলো দেশের ঐতিহাসিক পটভূমির ওপর নির্মিত ‘আমার সোনার বাংলাদেশ’ শীর্ষক গীতিমালা। পরিবেশনাটি উপস্থাপন করেন সারগাম ললিতকলা একাডেমির শিল্পীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। আলোচনায় অংশ নেন কবি নাসির আহমেদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, নাট্যজন শংকর সাঁওজাল ও সারগামের উপদেষ্টা ড. মোঃ জসীম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।
×