ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যারিস্টার মইনুলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে

প্রকাশিত: ০৫:১৬, ২০ অক্টোবর ২০১৮

 ব্যারিস্টার মইনুলকে  প্রকাশ্যে ক্ষমা  চাইতে হবে

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক, কলামিস্ট মাসুদা ভাট্টি একাত্তর টিভিতে ব্যারিস্টার মইনুল হোসেনকে একটি প্রশ্ন করার প্রেক্ষিতে ব্যারিস্টার মইনুল হোসেন মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে গাল দেয়ার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ১৫ বিশিষ্ট নাগরিক। বিশিষ্টজনরা মনে করেন, কেবল সাংবাদিকসুলভ প্রশ্ন করায় কাউকে এরকম ক্ষিপ্ত হয়ে চরিত্রহীন বলার এখতিয়ার কারোরই নেই। স্বাধীন সাংবাদিকতা ও উন্মুক্ত গণমাধ্যম যখন বিভিন্নভাবে আক্রান্ত তখন রাজনীতিবিদ ও আইনবিদ হিসেবে ব্যারিস্টার মইনুলের কাছ থেকে এ রকম আচরণ অনভিপ্রেত। বিবৃতিতে বলা হয়, দেশের ক্ষুব্ধ নারী সমাজের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমরা নিম্নোক্ত ব্যক্তিবর্গও ব্যারিস্টার মইনুল হোসেনের এই নিন্দনীয় আচরণে অত্যন্ত ক্ষুব্ধ। অবিলম্বে ব্যারিস্টার মইনুল হোসেনের এই অনভিপ্রেত বক্তব্য প্রত্যাহারপূর্বক প্রকাশ্যে মার্জনা প্রার্থনা আশা করছি। এটা শুধু মাসুদা ভাট্টিকে অপমান করা হয়েছে বলে নয়, বরং ভবিষ্যতে যাতে কেউ আর এভাবে কাউকে ব্যক্তি আক্রমণ না করেন সেটা নিশ্চিত করার জন্যই অবিলম্বে তার কাছ থেকে প্রকাশ্যে একটি মার্জনা প্রার্থনা আসা প্রয়োজন বলে আমরা মনে করি। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ সৃষ্টির লক্ষ্যে সমাজের প্রতিটি স্তরে সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণ প্রতিষ্ঠাই আমাদের সকল নাগরিকের লক্ষ্য। বিবৃতিতে স্বাক্ষর করেছেন অধ্যাপক আনিসুজ্জামান, হাসান আজিজুল হক, অনুপম সেন, রামেন্দু মজুমদার, আতাউর আমান, ফেরদৌসী মজুমদার, আলী যাকের, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, তারিক আলী, সারা যাকের, শিমূল ইউসুফ, কবি মুহাম্মদ সামাদ, হাসান আরিফ ও গোলাম কুদ্দুস।
×