ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্ব অর্থনৈতিক মন্দার পর সবচেয়ে ধীর প্রবৃদ্ধি চীনের

প্রকাশিত: ০৫:২৩, ২০ অক্টোবর ২০১৮

 বিশ্ব অর্থনৈতিক মন্দার পর  সবচেয়ে ধীর প্রবৃদ্ধি চীনের

বিশ্ব অর্থনৈতিক মন্দার পর এখন পর্যন্ত সবচেয়ে ধীরগতির প্রবৃদ্ধি দেখল চীন। ত্রৈমাসিক হিসেবে জুলাই থেকে সেপ্টেম্বরে দেশটির প্রবৃদ্ধি ছিল ৬.৫ শতাংশ। ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। খবর বিবিসির। এর আগে রয়টার্সের পূর্বাভাসে বলা হয়েছিল, এবারের প্রবৃদ্ধি হবে ৬.৬ শতাংশ। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদন থেকে দেখা যায় যে কাক্সিক্ষত ফল থেকে কিছুটা কম হয়েছে প্রবৃদ্ধি। বিগত মাসগুলোতে নিজেদের অর্থনৈতিক কৌশল পাল্টেছে চীনের নীতি-নির্ধারকরা। বিশাল ঋণ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে চ্যালেঞ্জের মুখে রয়েছে চীনের অর্থনীতি। সামনের মাসগুলোতে এর প্রভাব আরও স্পষ্ট হবে। ২০০৯ সালের প্রথম ত্রৈমাসিক প্রবৃদ্ধির পর এবারেরটা সবচেয়ে কম। এর আগের অংশে এটি ছিল ৬ দশমিক ৭ শতাংশ। সরকারের লক্ষ্য বছরের শেষে প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ রাখা।
×