ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জ-৩ আসনে ড. সেলিনার গণসংযোগ

প্রকাশিত: ০৫:২৯, ২০ অক্টোবর ২০১৮

 নারায়ণগঞ্জ-৩ আসনে  ড. সেলিনার গণসংযোগ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, স্টামফোর্ড ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান ও সুপ্রীমকোর্টের আইনজীবী অধ্যাপক ড. সেলিনা আক্তার নৌকার পক্ষে প্রচার ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। শুক্রবার বিকেলে সোনারগাঁও পৌরসভা, পানাম নগরী ও আদমপুর বাজারে গণসংযোগ এবং নৌকার পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তিনি। এ আসনের গ্রামগঞ্জে গিয়ে দ্বারে দ্বারে ঘুরে ভোটারদের কাছে তুলে ধরছেন দলের আদর্শ ও বিগত ১০ বছরের আওয়ামী লীগের উন্নয়নের চিত্র। তিনি এ আসনে নৌকার হাল ধরতে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী এলাকায় গিয়ে দলীয় নানা কর্মসূচীতেও যোগ দিচ্ছেন। মনোনয়ন প্রত্যাশী ড. সেলিনা আক্তার বলেন, সারাবিশ্বে আওয়ামী লীগের উন্নয়ন রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে তার কর্মকান্ডের জন্য প্রশংসিত হয়েছেন। এ সরকার দেশের মানুষের উন্নয়নে কাজ করে তাই দেশের স্বার্থে আবারও এ সরকারকে নির্বাচিত করতে হবে। এদিকে একই দিন সকালে সোনারগাঁও মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ড. সেলিনা আক্তার ও মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ মোল্লা বাদশা, সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে লুৎফুল কবির, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোকন মোল্লা, আদমপুর বাজার কমিটির সভাপতি কামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা হাজী আঃ বাতেন মোল্লা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সোনারগাঁও শাখার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পৌর শাখার সভাপতি কাজী শিপন, যুবলীগ নেতা কামাল হোসেন, দরপত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সালাউদ্দিন মাস্টার, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সোনারগাঁও শাখার ক্রীড়া সম্পাদক বদিউজ্জামান বদু ও ঢাবি ছাত্রলীগ নেতা ইকবাল প্রমুখ।
×