ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন চান মামুন

প্রকাশিত: ০৫:২৯, ২০ অক্টোবর ২০১৮

নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন চান মামুন

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ১৯ অক্টোবর ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপি থেকে মনোনয়ন চান সাবেক ছাত্রদলের নেতা, ময়মনসিংহ বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের (মালয়েশিয়া) সভাপতি ও মালয়েশিয়া বিএনপির প্রকাশনা সম্পাদক মামুন বিন আব্দুল মান্নান। এই লক্ষ্যে তিনি এলাকায় দলীয় কর্মসূচীর পাশাপাশি গণসংযোগ করে নেতাকর্মীদের চাঙ্গা রাখার চেষ্টা করছেন। গত কয়েকদিন ধরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হিন্দু ধর্র্মের বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শন করে আর্থিক অনুদান দেয়ার পাশাপাশি ধানের শীষে ভোট চেয়ে প্রচারও চালান মামুন বিন আব্দুল মান্নান। শুক্রবার সারাদিন তিনি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বিএনপির সাত দফা দাবি সম্ভলিত লিফলেট বিতরণ করেন। এ সময় নেতাকর্মীদের একত্রিত হয়ে বিএনপির সকল কর্মসূচী পালনের আহ্বান জানান। জানা গেছে, মামুন বিন আব্দুল মান্নান উপজেলার গাংগাইল ইউনিয়নের উত্তর বানাইল গ্রামের মৃত শিক্ষক আব্দুল মান্নানের পুত্র। পড়াশোনার জন্য তিনি পাড়ি দিয়েছিলেন মালয়েশিয়ায়। সেখানে পড়াশোনার পাশাপাশি শুরু করেন ব্যবসা। নিজের মেধা ও পরিশ্রম দিয়ে মালয়েশিয়ার বুকে গড়ে তোলেন ব্যবসা প্রতিষ্ঠান। দিনে দিনে গড়েন লিমিটেড কোম্পানি। বর্তমানে তার মালয়েশিয়ায় এমএম গ্রুপ নামে একটি কোম্পানি রয়েছে। মানবিক কাজেও স্থাপন করেন দৃষ্টান্ত। বাংলাদেশী অসহায় অবৈধ শ্রমিকদের পাশে দাঁড়ান। তাদের চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করেন। তার সহযোগিতায় প্রায় ৫ হাজার শ্রমিক বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ভাল বেতনে কাজ দিয়ে প্রতিষ্ঠিত করেন। এলাকায় কোন দরিদ্র মানুষ তার কাছে গেলে তাদের নিরাশ করেন না। ওই এলাকায় প্রতিটি মসজিদ-মন্দিরেও রয়েছে তার সহায়তার ছোঁয়া। সে কারণে এলাকায়ও তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। সম্প্রতি আসাদুজ্জামান পংপং-এর বিরুদ্ধে মামলা করে বিএনপির কেন্দ্রীয় নেতাদের আলোচনায় আসে মামুন। পংপং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভাষায় গালমন্দ করে। মামুনের মামলার পরই বিবিসিসহ দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে এই নিয়ে সংবাদ প্রচার করে। গাংগাইল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, দল যদি মামুন বিন আব্দুল মান্নানকে মনোনয়ন দেয় তাহলে এই আসনটি বিএনপির দখলে থাকবে। তিনি দলের দূর দিনে নেতাকর্মীদের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা হামলার মধ্যেও মামুন বিন আব্দুল মান্নান দলের জন্য কাজ করে যাচ্ছেন। মনোনয়ন পাওয়ার বিষয়ে মামুন বিন আব্দুল মান্নান বলেন, অনেক প্রতিবন্ধকতার মধ্যেও তিনি দলের বার্তা নিয়ে মানুষের কাছে ছুটছেন। দলমত নির্বিশেষে তার পক্ষে মানুষ কাজ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। দলের জন্য তিনি সব সময় নিজেকে নিবেদিত রেখেছেন। কেন্দ্রঘোষিত দলীয় যে কোন কর্মসূচী পালনের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখছেন। এলাকায় নানারকম জনসেবামূলক কাজ করে যাচ্ছেন। এবার দল তাকে মূল্যায়ন করবে বলে আশা করেন তিনি। আর মনোনয়ন পেলে জনগণের ভোটে বিজয়ী হয়ে আসনটি তিনি দলকে উপহার দিতে পারবেন বলেও তিনি আশাবাদী।
×