ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পটিয়ায় মন্ডপে অনুদান দিলেন সাবেক এমপি চেমন আরা তৈয়ব

প্রকাশিত: ০৫:৩০, ২০ অক্টোবর ২০১৮

পটিয়ায় মন্ডপে অনুদান দিলেন সাবেক এমপি চেমন আরা তৈয়ব

বিকাশ চৌধুরী, পটিয়া, ১৯ অক্টোবর ॥ হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজাতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া পৌঁছে গেছে। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সম্ভাব্যপ্রার্থীরা বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান, শাড়ি, লুঙ্গি বিতরণ করেছেন। উপজেলা ও পৌর সদরসহ এবার পটিয়াতে ১৮৬টি পূজামন্ডপে প্রতিমা বানিয়ে দুর্গা পূজা পালন করা হয়। এতে বিভিন্ন ধর্মের লোকজন প্রতিমা দেখতে ভিড় করে। এবার ৪০ ফুট উঁচু একটি দুর্গা প্রতিমা পটিয়া পৌর সদরের রামকৃষ্ণ মিশনে প্রদর্শন করা হয়েছে। এই প্রতিমা দেখতে সম্ভাব্যপ্রার্থী ছাড়াও ছুটে এসেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান ও পুলিশের ডিআইডি (চট্টগ্রাম রেঞ্জ) মোহাম্মদ ফারুক ও চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াছুর রহমান। এই মন্দিরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্দিরে অনুদান প্রদান করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক মহিলা এমপি চেমন আরা তৈয়ব। এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবদুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ পটিয়া পৌরসভার সভাপতি বিমল মিত্র, রামকৃষ্ণ সেবাশ্রমের সাবেক সভাপতি শিক্ষাবিদ তপন কান্তি সেন, রামকৃষ্ণ মিশন পূজাম-পের সভাপতি ডাঃ প্রসনজিত মিত্র, জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক আলমগীর খান, মোঃ কামাল, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার দক্ষিণ জেলার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মোরশেদ, দক্ষিণ জেলা মহিলা লীগের দফতর সম্পাদক সঞ্চিতা বড়ুয়া, সদস্য রওশন আকতার হেলেন নুপুর, পটিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নুর নাহার করিম, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন হিরু, সাজ্জাদ, হাফেজ মোঃ মহসিন। মনোনয়ন প্রত্যাশী দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি চেমন আরা তৈয়ব উপজেলার কাশিয়াইশ, কুসুমপুরা ছাড়াও পৌর সদরের বিভিন্ন পূজাম-প পরিদর্শন করে পূজাম-প কমিটির কাছে নগদ অর্থ প্রদান করেছেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনায় সারাদেশে কাজ করে যাচ্ছেন। দেশে উন্নয়নের পাশাপাশি হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রীস্টান সম্প্রদায়ের মধ্যে যে ঐক্য গড়ে তুলেছেন এই সম্প্রীতি ধরে রাখতে হলে ঐক্যের বিকল্প নেই। তিনি চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে মনোনয়ন পেলে দলের ত্যাগী, অবহেলিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবেন।
×