ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডিমলায় ৩ ইউপির নির্বাচন রবিবার

প্রকাশিত: ০৫:৩১, ২০ অক্টোবর ২০১৮

ডিমলায় ৩ ইউপির নির্বাচন রবিবার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আগামী ২১ অক্টোবর রবিবার ডিমলা উপজেলার তিনটি ইউনিয়ন খগাখড়িবাড়ী, গয়াবাড়ী ও টেপাখড়িবাড়ীতে ইউপি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সাধারণন ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারবে কিনা এ নিয়ে আতঙ্কের গুজব ছড়িয়ে দেয়া হয়েছে। তবে প্রশাসনের পক্ষে বলা হয়েছে কেউ কোন গুজবে কান দেবেন না। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। এতে কাউকেই কোন প্রভাব বিস্তার করতে দেয়া হবে না। রিটানিং অফিসারের কার্যালয় হতে আজ শনিবার দুপুরের মধ্যে ওই তিন ইউনিয়নের প্রতিটি ভোট কেন্দ্রে ব্যালট পেপারসহ ভোট সামগ্রী প্রেরণ করা হবে। শুক্রবার সরেজমিনে দেখা যায়, অবাধ ও সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে প্রশাসনের পক্ষে সকল প্রকার প্রস্তুতি স¤পন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেখানে অতিরিক্ত পুলিশ, বিজিবি, র‌্যাব মোতায়েনের মাধ্যমে টহলও জোরদার করা হয়। উল্লেখ্য, ২০১৬ সালের ২৩ এপ্রিল তৃতীয় ধাপে এই উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচন হবার কথা ছিল। কিন্তু উপজেলার চারটি সাবেক ছিটমহলের সীমানা জটিলতায় তিন ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়। জটিলতা নিরসন হলে চলতি বছরের ২১ সেপ্টেম্বর নির্বাচন কমিশন পুনরায় ওই তিন ইউনিয়নের তফসিল ঘোষণা করে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল করে। যাচাইবাছাই ও প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে এই তিন ইউনিয়নের নির্বাচনী প্রচার শুরু হয় ৫ অক্টোবর হতে। সংশ্লিষ্ট সূত্র মতে তিন ইউনিয়নের চেয়ারম্যান পদে ১২, সাধারণ সদস্য পদে ৯০ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এদের মধ্যে খগাখড়িবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭, সাধারণ সদস্য পদে ৩৪ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১, টেপাখড়িবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ২, সাধারণ সদস্য পদে ২৮ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬, গয়াবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩, সাধারণ সদস্য পদে ২৮, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
×