ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ ক্রিকেট ট্রফি চট্টগ্রামে আসছে আজ

প্রকাশিত: ১৮:৪১, ২০ অক্টোবর ২০১৮

বিশ্বকাপ ক্রিকেট ট্রফি চট্টগ্রামে আসছে আজ

অনলাইন ডেস্ক ॥ বিশ্বকাপ ক্রিকেট ট্রফি এখন বাংলাদেশে। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ৪ দিনের বাংলাদেশ ভ্রমণের চতুর্থ দিন এ ট্রফি আজ শনিবার আসছে চট্টগ্রামে। বিসিবির ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল জানান, বিমানযোগে শনিবার সকালে ট্রফিটি সরাসরি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। সেখান থেকে নেয়া হবে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে। এ সময় স্টেডিয়ামের জিমনেসিয়াম সংলগ্ন টেনিস কোর্টে একটি মঞ্চে ট্রফিটি রাখা হবে। সকাল সাড়ে ১০টা থেকে আধাঘণ্টা ট্রফিটি নগরের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বরাদ্দ থাকবে। এ সময় তারা ট্রফিটি দেখবে এবং ফটোসেশনে অংশ নেবে। পরে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য ট্রফিটি উন্মুক্ত থাকবে। তিনি জানান, এই ট্রফি প্রদর্শন স্থানীয় পর্যায়ে নতুন ক্রিকেটার সৃষ্টিতে প্রেরণা জোগাবে। নবীন ক্রিকেটাররা ভাবতে পারবে একদিন এই ট্রফি তাদেরও হতে পারে। তিনি আরও জানান, চট্টগ্রামে প্রদর্শন শেষে ট্রফিটি আবার ঢাকায় নিয়ে যাওয়া হবে। পরদিন বাংলাদেশ থেকে নেপালে পাড়ি দেবে এই ট্রফি। এর আগে গত ২৭ আগস্ট ভ্রমণে বের হয় বিশ্বকাপ ট্রফি। নয় মাসে মোট ২১টি দেশের ৬০টি শহর ভ্রমণ করবে ট্রফিটি। বাংলাদেশে ভ্রমণ শেষে নেপাল, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, রুয়ান্ডা, নাইজেরিয়া, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানি হয়ে আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি ইংল্যান্ড ও ওয়েলসে পৌঁছাবে।
×