ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আরেকটি ভবন থেকে সরল ট্রাম্পের নাম

প্রকাশিত: ১৯:১৩, ২০ অক্টোবর ২০১৮

আরেকটি  ভবন থেকে সরল ট্রাম্পের নাম

অনলাইন ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম তার মালিকানাধীন আরো একটি ভবন থেকে সরল। সম্প্রতি নিউ ইয়র্কের ম্যানহাটনের সুউচ্চ ভবন থেকে ‘ট্রাম্প প্যালেস’ শব্দ দুটি অপসারণ করেন কর্মীরা। এর আগে গত মাসে ট্রাম্পের নাম সরানোর বিষয়ে শেয়ারের অংশীদাররা একমত হন। খবর শিকাগো ট্রিবিউনের। ৪৬ তলা এবং ৩৭৭ ইউনিট বিশিষ্ট ভবনের ৭০ ভাগ শেয়ারের মালিকরা জানিয়েছেন, তারা আশঙ্কা করছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নাম থাকায় এর মূল্য এবং নিরাপত্তা দুটোই বিঘ্নিত হতে পারে। ভবনটির কর্তৃপক্ষ এক ই-মেইল বার্তায় জানিয়েছে, আমরা গণতান্ত্রিকভাবে সমস্যার সমাধান করতে পেরে গর্বিত। কমিউনিটির সবাই একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্প অর্গানাইজেশন এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এর আগে টরেন্টো, নিউ ইয়র্ক এবং ম্যানহাটনের তিনটি ভবন থেকে ট্রাম্পের নাম মুছে ফেলা হয়। ধারণা করা হচ্ছে, ট্রাম্পের নামের কারণে ব্যবসায় ক্ষতি হচ্ছে।
×