ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাটোরে জেলা ওয়ার্কাস পাটির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ২৩:৩৪, ২০ অক্টোবর ২০১৮

নাটোরে জেলা ওয়ার্কাস পাটির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ জামাত-বিএনপি’র সঙ্গে গাটছড়া বেঁধে জাতীয় ঐক্যের নামে দেশকে জঙ্গী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র রুখে দিতে নাটোরে জেলা ওয়ার্কাস পাটির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার দুপুরে বাংলাদেশ ওয়ার্কাস পার্টির উদ্যোগে শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে দলের সভাপতি কমরেড অধ্যক্ষ ইব্রাহিম খলিলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে সমবেত হয়। পরে সেখানে তারা এক সমাবেশ করে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, শ্রমিক নেতা মিজানুর রহমান, সংগঠনটির বাগাতিপাড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাক আব্দুল করিম সহ দলের নেতৃবৃন্দ। সভায় বক্তারা জাতীয় নির্বাচন বানচালের অশুভ শক্তিকে রুখে দিয়ে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে ১৪ দলীয় জোটকে বিজয়ী করার আহবান জানান।
×