ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে নৌকার সমর্থনে স্থানীয় আওয়ামী লীগের গণসমাবেশ

প্রকাশিত: ০০:৪১, ২০ অক্টোবর ২০১৮

সুনামগঞ্জে নৌকার সমর্থনে স্থানীয় আওয়ামী লীগের গণসমাবেশ

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ সুনামগঞ্জ-৫ আসনে নৌকার সমর্থনে বিশাল গণসমাবেশ অনুষ্টিত হয়েছে। স্থানীয় সংসদ মুহিবুর রহমান মানিকের পক্ষে দোয়ারা বাজার উপজেলা আওয়ামী লীগে আয়োজনে গণসমাবেশে অংশ নেন অংগ সংগঠনের তৃণমূলের নেতা-কর্মীরা। আজ শনিবার বিকেলে দোয়ারবাজার সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি। প্রধান অতিথির বক্তব্যে জনাব, মান্নান বলেন, আজ এই বিশাল গণজমায়েত প্রমান করে আওয়ামী লীগ সরকারের আমলে এই নির্বচনি এলাকায় কি পরিমান উন্নয়ন হয়েছে। এদেশের মানুষ উন্নয়ন ভালবাসে, সাধারণ মানুষ উন্নয়নের সাথে থাকতে চায়। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে এবং যারা উন্নয়কে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করে তাদের প্রতিহত করতে হবে। গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে স্থানীয় সংসদ মুহিবুর রহমান মানিক। সুনামগঞ্জ-৫ আসনের তৃণমূলের নেতা-কর্মীরা সকাল থেকে বর্তমান এমপি ও নৌকার সমর্থনে খন্ড খন্ড মিছিল করে গণসমাবেশে মিলিত হয়। দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিস আলী (বীরপ্রতিক) এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোয়জ্জেম হেসেন রতন এমপি, ড. জয়া সেনগুপ্তা এমপি, শাহানা রব্বানী এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন প্রমুখ। বক্তারা বলেন, ‘পিছিয়ে পড়া হাওড়বাসীর উন্নয়নে হাওড়বান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাঁর নেতৃত্বে হাওড় এলাকায় উন্নয়নের যে উন্নয়ন সূচিত হয়েছে তার ধারাবাহিকতা বাজায় রাখতে আগামী নির্বাচনে নৌকায় দিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে।
×