ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুই বাংলার শিল্পীদের শরত বন্দনা

প্রকাশিত: ০২:২৮, ২০ অক্টোবর ২০১৮

দুই বাংলার শিল্পীদের শরত বন্দনা

স্টাফ রিপোর্টার ॥ ‘শরতের আগমনে সুরের মূর্ছনায় দুই বাংলা’ প্রতিপাদ্যে শরত বন্দনা হয় সম্প্রতি কলকাতায়। এতে অংশ নেয় দুই বাংলার শিল্পীরা। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির ওকাকুরা ভবনে ঋতুভিত্তিক এ অনুষ্ঠানের আয়োজন করে এস.টি.এম ক্যাসেট ও সিডি। বাংলাদেশ থেকে অংশ নেয় সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। দলের সদস্যরা অনুষ্ঠানে সম্মেলক সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও ছিল একক আবৃত্তি। কবিতার ভাষায় শরতকে তুলে ধরেন বাচিক শিল্পী নায়লা তারাননুম চৌধুরী কাকলি। সংগঠনের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট জানান, পশ্চিম বাংলার আয়োজকদের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন তারা। নিজেদের ভালটা দেয়ার চেষ্টা করেছেন। দুই বাংলার শিল্পীদের অংশগ্রহণে বেশ উপভোগ্য হয়ে ওঠেছিল অনুষ্ঠানটি। ভবিষ্যতে এমন আরও হওয়া প্রয়োজন জানিয়ে তিনি বলেন, তাহলে দুই বাংলার বন্ধন আরও সুদৃঢ় হবে। সহজ হবে আদান-প্রদান।
×