ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেশে কোন রাজনৈতিক মামলা নেই কোন রাজনৈতিক বন্দীও নেই : তথ্যমন্ত্রী ইনু

প্রকাশিত: ০২:৫২, ২০ অক্টোবর ২০১৮

দেশে কোন রাজনৈতিক মামলা নেই কোন রাজনৈতিক বন্দীও নেই : তথ্যমন্ত্রী ইনু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, ২১ আগষ্ট গ্রেনেড হামলার রক্তের দাগ তারেকের হাতে, আর পোড়া মানুষের গন্ধ বেগম খালেদা জিয়ার গায়ে। সুতরাং খালেদা-তারেকসহ জঙ্গীর সঙ্গী, সন্ত্রাসী ও খুনিদের রাজনৈতিক নেতাকর্মী হিসেবে চালানোর চেষ্টা করবেন না। দেশে কোন রাজনৈতিক মামলা নেই, আর কোন রাজনৈতিক বন্দীও নেই। শনিবার দুপুরে ভেড়ামারা ডিগ্রী কলেজ মাঠে একটি বাড়ি একটি খামার প্রকল্পে সুবিধাভোগীদের সাথে মত বিনিময়কালে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, কারাগারে যারা আছেন তারা হয় মানুষ পোড়ানো খুনি, জঙ্গী সন্ত্রাসী খুনি, ২১ আগষ্টের খুনি, ৭৫ এর খুনি, নাইলে ৭১ এর খুনি। সুতরাং এসব খুনিদের নির্বাচনের অজুহাতে বাংলাদেশের রাজনীতির মাঠে কারাগার থেকে বের করে খুনিদের রাজনীতিতে পূর্ববাসন করার এই চক্রান্ত বাদ দিলেই দেশবাসী খুশি হবে। সকল চক্রান্তকারীদের বের করার চক্রান্ত, অস্বাভাবিক সরকার তৈরীর চক্রান্ত, নির্বাচন বানচালের চক্রান্ত, নাশকতা ও অন্তর্ঘাতের পায়তারার চক্রান্ত এর সবকিছু বাদ দিয়ে নির্বাচনের মাঠে আসুন। নির্বাচনে মন্ত্রীরা জিতবে নাকি মওদুদ সাহেবরা জিতবে সেটা নির্বাচনের মাঠেই প্রমান হয়ে যাবে। ইনু বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে শেখ হাসিনা দেশে স্বর্ণ খামারী তৈরী করছে। আর খালেদা জিয়ার বিএনপি জামায়াত আগুন সন্ত্রাসী, জঙ্গীবাদ, লুটপাটকারী, দেশদ্রোহী রাজাকারদের পূর্নবাসন প্রকল্পে পরিনত হয়েছে। তিনি বলেন, গ্রামীন জনপদ থেকে অসহায়, দুস্থ, দারিদ্রতা দূর করার জন্য শেখ হাসিনা সরকার কাজ করছে। শেখ হাসিনার দর্শনই হলো দারিদ্রতা, অসচ্ছলতা থেকে মানুষকে মুক্তি দিয়ে সফলতার পথে টেনে আনা। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের ভেড়ামারা শাখা ব্যবস্থাপক মনোয়ার হোসেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা জাসদের সাধারন সম্পাদক এসএম আনছার আলী, জাসদ নেতা বশির উদ্দীন বাচ্চু, একটি বাড়ি একটি খামার প্রকল্প’র সুফলভোগী জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বাবুল হোসেন, প্রকল্পের ভেড়ামারা শাখার জুনিয়র অফিসার আমির হোসেন, মাঠ সহকারী শামসুল হক, সজিব উদ্দীন, নিতা আক্তার, ফয়সাল কবীর প্রমুখ। অনুষ্ঠানে ৯ জন সুফলভোগীর হাতে ২ লক্ষ ২ হাজার টাকার ঋণ তুলে দেন প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
×