ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লভ্যাংশ ঘোষণা করেছে ডেসকো

প্রকাশিত: ০৪:১১, ২১ অক্টোবর ২০১৮

লভ্যাংশ ঘোষণা করেছে ডেসকো

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুত খাতের কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) গত ৩০ জুন তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় গত ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। প্রতিবেদন অনুসারে, আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ২৭ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার তৃতীয় প্রান্তিক প্রকাশ করবে রেকিট বেনকিজার অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেকিট বেনকিজারের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৯ অক্টোবর বিকেল ৪টা ১৫ মিনিটে এ সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে তা প্রকাশ করবে কোম্পানিটি। উল্লেখ্য, কোম্পানিটি ১৯৮৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
×