ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রেল মহাপরিচালকের

প্রকাশিত: ০৪:১২, ২১ অক্টোবর ২০১৮

বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রেল মহাপরিচালকের

তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী ॥ যাত্রী সেবার মান ও রেলের রাজস্ব আয় বৃদ্ধি লক্ষ্যে নিম্নœস্তর থেকে উচ্চ পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল হয়ে সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে, যাতে আগামী পাঁচ বছরের মধ্যে রেলওয়েকে উপযুক্ত অবস্থানে উন্নীত করা সম্ভব হয় বলে মন্তব্য করেছেন, রেলওয়ের মহাপরিচালক আলহাজ কাজী রফিকুল ইসলাম। রেলের চলমান প্রকল্পের কাজের মান পর্যবেক্ষণ, তদারকি, যাত্রী সেবার মান ও রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে ডিআরএম কার্যালয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় গত শুক্রবার সন্ধ্যায়। ঈশ্বরদী-রূপপুর পারমাণবিক বিদ্যুত উৎপাদন কেন্দ্র পর্যন্ত নির্মাণাধীন সংযোগ রেলপথ, খুলনা রিমডেলিং স্টেশন ও খুলনা মংলা রেল প্রকল্প এবং খুলনা রিমডেলিং স্টেশন পরিদর্শনের আগে এ সভা অনুষ্ঠিত হয়। পাকশী বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ে পশ্চিমাঞ্চল ও পাকশী বিভাগীয় কর্মকর্তারা এতে অংশ নেন। মহাপরিচালক আরও বলেন, বঙ্গবন্ধু দ্বিতীয় রেল সেতু, দ্বিতীয় হার্ডিঞ্জ সেতু, ডাবল লাইন নির্মাণসহ রেলের অনেক উন্নয়ন কাজ হবে। আগামী পাঁচ বছরের মধ্যে রেলকে একটি বিশেষ অবস্থানে নিতে সকলকে স্বস্বস্থানে থেকে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, আগের পাকশী বিভাগের অবস্থা আর বর্তমানের অবস্থার মধ্যে আকাশ পাতাল তফাত হয়েছে। এক সময় প্রতিদিন ট্রেন লাইচ্যুত হতো এবং উদ্ধার ট্রেনও লাইনচ্যুত হতো এখন সে অবস্থা নেই বললেই চলে। এই অবস্থাকে আরও উন্নত করতে হবে। সকল পর্যায়ের কর্মকর্তারা বলেন, ডিজি স্যারের নেতৃত্বে আমরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে রেলকে এমন উন্নত অবস্থায় নিতে চাই, যাতে আগামী অল্পদিনের মধ্যেই রেলের সুনাম আরও বৃদ্ধি পায় এবং যাত্রীরা শতভাগ ট্রেনমুখী হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে রাজস্ব আয়ও বৃদ্ধি পায়। এ সময় পাকশী বিভাগের সকল বিভাগীয় প্রধান ও পশ্চিমাঞ্চল রেলওয়ের অন্যকর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাকশী বিভাগীয় ব্যবস্থাপক নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পশ্চিমাঞ্চল রেলের জিএম মজিবুর রহমান, প্রধান প্রকৌশলী আলহাজ রমজান আলী, সিওপিএস শাহনেওয়াজ, সিএমই বণিক, অতিরিক্ত সিএসটিই মিজানুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাফর হোসেন, ডিইএন/১ রিয়াদ হোসেন, ডিইএন/২ আরিফুল ইসলাম, ডিইই খাইরুল ইসলাম, ডিএসটিই আবুহেনা মোস্তফা কামাল, ডিসিও আনোয়ার হোসেন, আইডব্লিও পাকশী তৌহিদ হোসেনসহ অন্যরা বক্তব্য দেন। পরে মহাপরিচালক আলহাজ কাজী রফিকুল আলম ঈশ্বরদী-রূপপুর পারমাণবিক বিদ্যুত উৎপাদন কেন্দ্র পর্যন্ত নির্মাণাধীন সংযোগ রেলপথ পরিদর্শন করেন।
×