ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে জঙ্গী সন্দেহে ৩ নারীসহ আটক ৪

প্রকাশিত: ০৪:১৮, ২১ অক্টোবর ২০১৮

নীলফামারীতে জঙ্গী সন্দেহে ৩ নারীসহ আটক ৪

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জঙ্গী সন্দেহে তিন নারীসহ চারজনকে আটক করেছে নীলফামারীর ডোমার থানা পুলিশ। শনিবার দুপুরে আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ডোমার থানার ওসি মোকছেদ আলী জানান, আটককৃতরা হলো নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার মৃত হযরত আলী দুই মেয়ে সোনিয়া আক্তার ও সুমী আক্তার নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির আব্দুল জলিল ও তার স্ত্রী রাশিদা। এদের বিরুদ্ধে ডোমার থানায় সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ মামলা দায়ের করেছে। তাদের নিকট হতে মোবাইল সেটসহ অসংখ্য মোবাইল সিম, বেশকিছু মোবাইলের মেমোরি কার্ড ও জিহাদী বই উদ্ধার করা হয়। পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন সাংবাদিকদের জানান, ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি গ্রামের আব্দুল জলিলের বাড়ি হতে বাড়ির মালিক ও তার স্ত্রীসহ নারায়ণগঞ্জ হতে আসা দুই বোনকে জঙ্গী সন্দেহে আটক করা হয়। শনিবার দুপুরে নীলফামারীর আদালতে তাদের হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন রিমান্ড চাওয়া হলে আদালত তা মঞ্জুর করে। এদিকে এলাকাবাসীর অভিযোগ চিলাহাটির আয়ুর্বেদিক চিকিৎসক এলাকার দাড়িয়া হুজুর আব্দুল জলিল জঙ্গী কানেকশনে অভিযোগে এর আগেও আটক হয়েছিল। দীর্ঘদিন জেলে থাকার পর সে জামিনে রয়েছে। তারই বাড়িতে এক মাস আগে প্রথমে সোনিয়া আক্তার নামের এক নারী এসে অবস্থান নেয়। এরপর ৭ দিন পূর্বে আসে সুমী আক্তার নামের আরেক নারী। গ্রামবাসী জানায়, গত ১৫ অক্টোবর নরসিংদীর ছোট গদাইচর গাঙপাড় এলাকার নিলুফা ভিলা ও নরসিংদীর শেখের চরের দীঘিরপাড় বিল্লালের বাড়িতে জঙ্গী আস্তানায় পুলিশের কাউন্টার টেররিজম অভিযানের ঘটনার খবরের পর চিলাহাটিতে জলিলের বাড়িতে আসা দুই বোনের চলাফেরা জিহাদী ধরনের পরিলক্ষিত হয়।
×