ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাবির ভর্তি পরীক্ষা

জালিয়াতি ঠেকাতে কঠোর সতর্কতায় প্রশাসন

প্রকাশিত: ০৪:১৮, ২১ অক্টোবর ২০১৮

জালিয়াতি ঠেকাতে কঠোর সতর্কতায় প্রশাসন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিশ^বিদ্যালয় প্রশাসন। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে যে কোনো ধরনের জালিয়াতি রোধে সতর্ক অবস্থানে রয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহান বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোন সুযোগ নেই। অতীতের ভর্তি পরীক্ষার দিকে নজর দিলে প্রশ্ন ফাঁসের নজির পাওয়া যাবে না। যথেষ্ট গোপনীয়তা ও নিয়ম রক্ষা করে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। আমরা চাই না বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা ঘটুক। যদি ঘটে যায় সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব। ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস হলেÑ প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন, মুদ্রণের সঙ্গে সংশ্লিষ্টদের মাধ্যমে হতে হবে। এমনটা যে হবে না, সে সততা আমাদের শিক্ষকদের মধ্যে আছে। দল, মত, নির্বিশেষে আমাদের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করেন। উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনসহ পুরো ভর্তি প্রক্রিয়া পুংখানুপুংখভাবে সম্পন্ন করা হয়। তাই এখানে এবার প্রক্সির মাধ্যমে জালিয়াতির সুযোগ নেই। পরীক্ষায় জালিয়াতি রোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হবে। জালিয়াতি ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থানে থাকবে বিশ^বিদ্যালয় প্রশাসন। সূক্ষ্মভাবে যদি হয়েও যায়, সেটি ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সাক্ষাতকার দেয়ার সময়ও যদি ধরা পড়ে তাহলে তার ভর্তি বাতিলের নির্দেশনা দেয়া আছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন এবং যে কোন ধরনের জালিয়াতি রোধ করতে সতর্ক অবস্থানে থাকবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার বলেন, এবারের ভর্তি পরীক্ষায় পাঁচটি ইউনিটের বিপরীতে ১ লাখ ৪৭ হাজার ৭শ ৫০ জন ভর্র্তিচ্ছু অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। অনেক ভর্তিচ্ছুই জালিয়াত চক্রের দ্বারা প্রতারণার শিকার হতে পারে। তাই প্রতিবছরের মতো এবারও জালিয়াতি ঠেকাতে এবং ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনী সদা তৎপর থাকবে।
×