ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জের মা ইলিশ রক্ষায় নৌ র‌্যালি

প্রকাশিত: ০৪:১৯, ২১ অক্টোবর ২০১৮

মুন্সীগঞ্জের মা ইলিশ রক্ষায় নৌ র‌্যালি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মা ইলিশ রক্ষায় মেঘনা থেকে পদ্মা পর্যন্ত নৌ র‌্যালি, প্রচার ও অভিযান পরিচালন করে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ। এই র‌্যালিতে প্রশাসনসহ বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ অংশ নেয়। জেলে এবং জনসাধারণকে মা ইলিশ রক্ষার গুরুত্ব বোঝাতে এই প্রচার অভিযানের আয়োজন করা হয়। শনিবার মুন্সীগঞ্জ সদর লঞ্চঘাট থেকে নৌ র‌্যালি ও প্রচার অভিযান শুরু হয়। প্রচার অভিযানটি ধলেশ^রী, মেঘনা হয়ে পদ্মায় গিয়ে শেষ হবে। জেলা প্রশাসক সায়লা ফারজানার নেতৃত্বে নৌ র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা হারুন অর রশিদ, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জেবিন বিনতে শেখ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির জাহান, জেলা মৎস্য অফিসার নৃপেন্দ্র নাথ বিশ^াস, গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আফসার উদ্দিন ভূইয়া, বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন পীর, কাউন্সিলর নার্গিস আক্তার, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, জেলা রোভার, রেডক্রিসেন্ট কর্মীবৃন্দসহ গণ্যমান্য বক্তিবর্গ। কালকিনিতে গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২০ অক্টোবর ॥ কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিদ্দিক কাজী নামের এক অসহায় কৃষকের অর্ধলক্ষাধিক টাকার গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে ওই ক্ষতিগ্রস্ত পরিবারের উদ্যোগে শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। জানা গেছে, উপজেলার আলীনগর এলাকার ফুলবাড়ি-গজারিয়া গ্রামের কৃষক সিদ্দিক কাজী তার বাড়ির পাশের একটি জমিতে প্রায় ৪ বছর আগে কিছু মেহগনি গাছ রোপণ করেন। ওই বাগান থেকে প্রায় ১৫টি মেহগনি গাছ গত ২৯ সেপ্টেম্বর কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক সিদ্দিক কাজী বাদী হয়ে ৪ জনকে আসামি করে মাদারীপুর কোর্টে একটি মামলা দায়ের করেন। এ মামলার আসামিরা হলেন হাচেন তালুকদার, সবুজ তালুকদার, শরীফুল ও মেরাজুল।
×