ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনায় আধুনিক রেলস্টেশন চালুর লক্ষ্যে মহড়া

প্রকাশিত: ০৪:১৯, ২১ অক্টোবর ২০১৮

খুলনায় আধুনিক রেলস্টেশন চালুর লক্ষ্যে মহড়া

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় নবনির্মিত আধুনিক রেলওয়ে স্টেশনের প্লাটফরম থেকে আনুষ্ঠানিকভাবে রেল চলাচলের জন্য শনিবার পরীক্ষামূলক মহড়া দেয়া হয়েছে। বেলা ১১টা থেকে এই মহড়া শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। পরীক্ষমূলকভাবে ট্রেন চলাচলের সময়ে খুলনা রেলস্টেশনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময়ে স্টেশনের সবক’টি লাইন দিয়ে ট্রেন চালানো হয়। লাইনের সার্বিক দিক পর্যবেক্ষণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের মার্চ মাসের ৩ তারিখে খুলনা সার্কিট হাউস মাঠে বহু প্রকল্পের সঙ্গে খুলনা আধুনিক রেলস্টেশনের উদ্বোধনী ফলক উন্মেচন করেন। কিন্তু তখন নির্মাণ কাজ পরিপূর্ণভাবে শেষ হয়নি। বর্তমানে নবনির্মিত খুলনা আধুনিক রেলস্টেশন ট্রেন চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। খুলনা রেলওয়ের কর্মকর্তারা জানান, নবনির্মিত খুলনা আধুনিক রেলওয়ে স্টেশনের ভবনটি তিনতলা বিশিষ্ট। ১২শ ফুট দৈর্ঘ্যরে তিনটি প্লাটফরম, এই প্লাটফরমসমূহে একযোগে ৬টি ট্রেন দাঁড়াতে পারবে। স্টেশন ভবনে রয়েছে টিকেট কাউন্টার, বিশ্রামাগার প্রভৃতি। হতাশাগ্রস্ত হয়ে ইবি শিক্ষার্থীর আত্মহত্যা ইবি সংবাদদাতা ॥ ‘একটি রিক্সা চাই, শৈশব ও কৈশোরে ফিরে যাওয়ার জন্য।’ নাজমুল হাসান নামে ইসলামী বিশ^বিদ্যালয়ের এক শিক্ষার্থী ফেসবুকে এই স্ট্যাটাসটি দেয়ার ২ ঘণ্টা পর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাদ্দাম হোসেন হলের নিজ কক্ষে (২২৯ নং) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। নাজমুল হাসান সাতক্ষীরা জেলার তালা উপজেলার বারাত গ্রামের আব্দুল মালেক গাজীর ছেলে। তার বন্ধুরা জানায়, নাজমুলের ৩য় বর্ষ চূড়ান্ত পরীক্ষা চলছে। সে সব সময় বলত আমার কোন পড়া মুখস্ত হয় না। যা পড়ি সবকিছু ভুলে যাই। কিছুই মনে রাখতে পারি না। সব সময় সে হতাশাগ্রস্ত থাকত। সহপাঠীরা জানায়, শুক্রবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে নাজমুল হাসান ক্যাম্পাসে ঘুরতে বের হয়। পরে সে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হলে ফিরে নিজ কক্ষে (২২৯ নং) নাদিম নামে একজনকে এসএমএস করে তার রুমে আসতে বলে। সে কক্ষের সামনে গিয়ে তার কক্ষ ভিতর থেকে বন্ধ পায়। পরে পাশের রুমের লোকজন ডেকে দরজা ভেঙ্গে ফেলে। পরে কক্ষের ভেতরে রশিতে ঝুলন্ত অবস্থায় নাজমুলকে দেখতে পায় তারা। দ্রুত তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×