ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিনামূল্যে চিকিৎসা

প্রকাশিত: ০৪:২১, ২১ অক্টোবর ২০১৮

বিনামূল্যে চিকিৎসা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২০ অক্টোবর ॥ কিশোরগঞ্জে বাংলাদেশ মানবাধিকার নাগরিক ফোরামের উদ্যোগে আড়াই শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। শনিবার সকালে সদরের চৌদ্দশত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বারের সিনিয়র আইনজীবী ও প্রবীণ রাজনীতিবিদ ভূপেন্দ্র ভৌমিক দোলন। সংগঠনের সভাপতি সাংবাদিক আহমাদ ফরিদের সভাপতিত্বে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও মানবাধিকার বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের কনসালট্যান্ট ডাঃ আবুল হোসেন মাছুম। ফ্রি মেডিক্যাল ক্যাম্প সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ২০ অক্টোবর ॥ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ বেলকুচি শাখার উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ব্যাংক ভবনে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজার অপারেশন মোঃ মতিয়ার রহমান। পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের পরিচালনায় প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা প্রদান করেন বিশেষজ্ঞ ডাক্তার মোঃ জাকির হোসেন (মেডিসিন), ডাঃ বনানী রানী (গাইনি) ও ডাঃ খন্দকার আবুল এহেশান (চক্ষু)। চিকিৎসাসেবা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসমিল্লাহ হসপিটালের এমডি মোহাম্মদ আলী, সাংবাদিক, ব্যাংকের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
×