ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মালিবাগে ২০ হাজার পিস ইয়াবাসহ ড্রাইভার আটক

প্রকাশিত: ০৫:৪৬, ২১ অক্টোবর ২০১৮

মালিবাগে ২০ হাজার পিস ইয়াবাসহ ড্রাইভার আটক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মালিবাগে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আনিসুল হক ওরফে দুলাল (৪৮) নামে এক চালককে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আনিসুল সোহাগ পরিবহনের চালক। র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, শনিবার সকাল পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রমনা থানাধীন সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ হসপিটাল সংলগ্ন নবাবী খানাপিনা রেস্তোরার সামনে থেকে আনিসুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯ হাজার ৭২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আনিসুল জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন ধরে সোহাগ স্কেনিয়া গাড়ির ড্রাইভার হিসেবে কক্সবাজার টু ঢাকা রোডে যাতায়াত করে। অভিজাত গাড়ির ড্রাইভার হিসেবে লোক চক্ষুর অন্তরালে খুব সহজেই ইয়াবা পাচার করে আসছিল। গ্রেফতারকৃত আনিসুল আরও জানায়, আজকের এই চালান সরবরাহ করার জন্য তাকে ৮০ হাজার টাকা দেয়া হবে। এই লোভে তিনি ইয়াবাগুলো বহন করেন। রাতারাতি ধনী হবার নেশায় তিনি ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। বর্তমান যুব সমাজে ইয়াবার ব্যাপক চাহিদা থাকায় চড়া দামে বিক্রয়ের উদ্দেশে সে কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিত্য নতুন কৌশল ব্যবহার করে ইয়াবা ট্যাবলেট রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলার মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। এদিকে রাজধানীর ৫০ থানা এলাকায় থানা পুলিশ ও ডিবি পুলিশের একাধিক টিম মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসেবন ও বিক্রির অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার ভোর থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৯ হাজার ৮০৮ পিস ইয়াবা, ৪৯৯ গ্রাম হেরোইন, ৬৫০ গ্রাম গাঁজা, ২৭ বোতল ফেনসিডিল ও ১০টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। ডিএমপি জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ধারায় ২৬টি মামলা হয়েছে।
×