ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মান্দায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

প্রকাশিত: ০৫:৪৭, ২১ অক্টোবর ২০১৮

মান্দায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২০ অক্টোবর ॥ মান্দা উপজেলার আত্রাই নদীর উজান অংশ থেকে বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির মহোৎসব চলছে। ভুয়া রসিদ ব্যবহার করে নদীর উজান অংশের অন্তত ৮টি পয়েন্টে অবৈধ বালু উত্তোলন করে বিক্রি করছে বালু ব্যবসায়ীদের অসাধু একটি চক্র। এতে স্থানীয়দের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। ঘটনায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ইউএনওসহ সংশ্লিষ্ট দফতরে অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, আইনী জটিলতার কারণে চলতি বাংলা ১৪২৫ সনে আত্রাই নদীর মান্দা উপজেলার উজান অংশের বালুমহাল ইজারা দিতে পারেনি সংশ্লিষ্ট দফতর। ইজারা না হওয়ায় ১ বৈশাখ থেকে এ অংশে বালু উত্তোলন বন্ধ রয়েছে। হঠাৎ করে নদীর উজান অংশের আয়াপুর, লক্ষ্মীরামপুর ও মদনচক মৌজায় বালু উত্তোলনসহ বিক্রির মহোৎসব শুরু হয়। বালু বিক্রির কাজে ব্যবহার করা হচ্ছে ইজারাদারের নাম ও ঠিকানা বিহীন ভুয়া রসিদ। উপজেলার আয়াপুর গ্রামের ইব্রাহীম হোসেন, লক্ষ্মীরামপুর গ্রামের আইনাল হক ও আরজ আলী, মদনচক গ্রামের সামসুল আলম বাগা ও গোলাম মোস্তফাসহ আরও অনেকে জানান, নওগাঁর মহাদেবপুর উপজেলার বালু ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন ওরফে হাজি মোয়াজ্জেম, শাকিল আহমেদ ও আব্দুল মান্নানের নেতৃত্বে বেশ কিছুদিন ধরে ওইসব মৌজায় ইজারা ছাড়াই অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনা হলে অভিযান দিয়ে উত্তোলনকৃত বালুগুলো জব্দ করা হয়। কিন্তু প্রশাসনের তদারকির অভাবে বালুগুলো বিভিন্ন পয়েন্টে অরক্ষিত অবস্থায় পড়ে থাকে। জব্দকৃত বালুগুলো প্রশাসনের পক্ষ থেকে নিলাম ডাক না দেয়ার সুযোগ কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ী রাতের অন্ধকারে ট্রাক্টর দিয়ে তা বিভিন্ন এলাকায় বিক্রি করে দেন।
×