ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে গুলিতে ডাকাত নিহত ॥ শুটারগান উদ্ধার

প্রকাশিত: ০৫:৪৭, ২১ অক্টোবর ২০১৮

রূপগঞ্জে গুলিতে ডাকাত নিহত ॥ শুটারগান উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২০ অক্টোবর ॥ রূপগঞ্জে ডাকাতদের সঙ্গে ডাকাতদের গোলাগুলিতে আবুল হোসেন (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। ঘটনাস্থল থেকে ১টি শুটারগান, ১ রাইন্ড গুলি ও ১টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের গোলাকান্দাইল টেংরারটেক এলাকায় এ ঘটনা ঘটে। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল হক জানান, ধারণা করা হচ্ছে ডাকাতরা যে কোন স্থান থেকে ডাকাতির পর ডাকাতি করা মালামাল ভাগভাটোয়ারকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিত-া হয়। একপর্যায়ে তাদের মধ্যে গোলাগুলি শুরু হয়। গোলাগুলির খবর পেয়ে ভুলতা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আব্দুল হোসেন নামে ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ডাকাতের ব্যবহৃত ১টা শুটারগান, ১ রাউন্ড গুলি ও ১টি ধারালো ছেন উদ্ধার করে পুলিশ। নিহত ডাকাত আবুল হোসেন সোনারগাঁ থানার নানাখি দক্ষিণপাড়া এলাকার সোনা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে রূপগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতিসহ প্রায় দেড় ডজন মামলা রয়েছে।
×