ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পার্বতীপুরে শিক্ষিকাকে মানসিক নির্যাতনের অভিযোগ

প্রকাশিত: ০৫:৪৭, ২১ অক্টোবর ২০১৮

পার্বতীপুরে শিক্ষিকাকে মানসিক নির্যাতনের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ২০ অক্টোবর ॥ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমানের অনৈতিক কার্যকলাপ ও দুর্নীতির প্রতিবাদ করায় একই শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা আফরোজা খাতুন চরমভাবে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। প্রধান শিক্ষক তার নিজের অপরাধ ঢাকতে এই সহকারী শিক্ষিকার বিরুদ্ধে উর্ধতন কর্তৃপক্ষের কাছে পর্যায়ক্রমে নানাবিধ মিথ্যা অভিযোগ দায়ের, সাজানো মানববন্ধন ইত্যাদি করে তাকে নাজেহাল করা হয়েছে। শিক্ষিকার পিতা রশিদ মাস্টার শনিবার দুপুরে পার্বতীপুর প্রেসক্লাবে এসে এসব অভিযোগ করেন। ঘটনাটি ঘটেছে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ম-লপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর রিপোর্ট প্রেরণ করা হয়েছে। প্রকৃত তথ্য জানতে ঘটনাস্থলে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের বেহাল অবস্থা চোখে পড়ে। ঘটনার পর থেকে দলাদলি ও উভয় পক্ষের মধ্যে বাকবিত-ায় ঠিকমতো ক্লাস হয় না। ছাত্রছাত্রীদের উপস্থিতি কমে গেছে। আফরোজা জানায়, চলতি বছরের ২৭ মার্চ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক স্কুল চলাকালীন সরকারী বিনামূল্যে বিতরণের বই বিক্রি করেছেন। বিভিন্ন সময়ে অশ্লীল কথাবার্তা, ২ নম্বর হাজিরা খাতায় স্বাক্ষর নিয়ে শিক্ষকদের সঙ্গে বিত-া, কথায় কথায় স্কেল হাতে তার ওপর (আফরোজা) চড়াও হওয়া, জনৈক হিন্দু মহিলা শিক্ষিকার সঙ্গে প্রধান শিক্ষকের ঘনিষ্টতা। বই বিক্রিসহ আপত্তিকর বিষয়ের প্রতিবাদ করে পরপর ১.৪.১৮ ও ২১.৬.১৮ তারিখে উপজেলা শিক্ষা অফিসারের দফতরে লিখিত অভিযোগ করেছেন বলে আফরোজা জানায়। তবে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক খলিলুর রহমান এসব অস্বীকার করে বলেছেন, প্রতিষ্ঠানের প্রধান হয়ে আমি এ ধরনের কাজ করতে পারি না।
×