ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত: ০৫:৫৭, ২১ অক্টোবর ২০১৮

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১৪ অক্টোবর ‘দৈনিক জনকণ্ঠে’ প্রকাশিত ‘বঙ্গবন্ধুর দেয়া শহীদ পরিবারের জমি দখল করল সন্ত্রাসীরা’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন দুই ভাই শেখ জাবেদ উদ্দিন ও শেখ আবেদ উদ্দিন। তারা প্রতিবাদ লিপিতে উল্লেখ করেছেন, আমাদের বিরুদ্ধে কোথাও কোন মামলা বা অভিযোগ নেই। আমরা কোন ভুয়া কাগজপত্রের মাধ্যমে সম্পত্তি দখল করিনি। এ অভিযোগ পুরোপুরি মিথ্যা। যে সম্পত্তি নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তার মূল মালিক শ্রী ননি গোপাল বসাক। ঢাকাতে দেওয়ানী মোকদ্দমা দায়ের করেন। যা পরবর্তীতে বদলি মূলে ঢাকার সাব জজ ২য় আদালতে যায় এবং দেওয়ানী মোকদ্দমা নং ২০৩/১৯৭৯ তে বিগত ১৬/০৯/১৯৮২ থেকে ২২/০৯/১৯৮২ সালে রায় এবং ডিক্রি প্রাপ্ত হন। এরপর শ্রী ননি গোপাল বসাকের পুত্র তপন কুমার বসাক অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল ঢাকা ও ১ম অতিরিক্ত সহকারী জজ আদালতে অর্পিত সম্পত্তি মামলা করেন। যার নং ১৮১৪/২০১২। মামলাটিতে এ বছরের ২০ আগস্ট ডিক্রি প্রাপ্ত হন। মোকদ্দমায় বিবাদী হিসেবে সচিব ভূমি প্রশাসন ও ভূমি সংস্কার মন্ত্রণালয়, জেলা প্রশাসক, ঢাকা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ঢাকা, সহকারী কাস্টডিয়ান অব ভেস্টেট এ্যান্ড নন রেসিডেন্ট প্রপার্টি ল্যান্ড এ্যান্ড বিল্ডিং ও অন্যান্য আরও ৪ জন অর্ন্তভুক্ত ছিল। যাদের বিরুদ্ধে উল্লিখিত রায় প্রকাশিত ও প্রচারিত হয়েছে। এই সম্পত্তি নিয়ে তপন কুমার বসাক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি মিরাজ মোঃ জাকির উদ্দিন, আজাহার আলী খান গংদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা করেন। যার নং ১৬৮/২০১৭। এতে ২২১ নং হোল্ডিংয়ের সম্পত্তিতে বিজ্ঞ আদালতের স্থিতিবস্থা জারি করেন। ২২১ নং হোল্ডিংয়ের জমি নিয়ে জনকণ্ঠে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ আইন বহির্ভুত। আমাদের দুই ভাইয়ের নিজস্ব ডেভেলপার কোম্পানি এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান আছে। আমাদের বৈধ ব্যবসায়িক লাইসেন্স রয়েছে। অতএব উক্ত প্রতিবেদনের আমরা প্রতিবাদ জানাচ্ছি।
×