ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্মার্টফোন বটে!

প্রকাশিত: ০৫:৫৭, ২১ অক্টোবর ২০১৮

স্মার্টফোন বটে!

একটা স্মার্টফোনের দাম কত হতে পারে? বড়জোর এক বা দুই লাখ টাকা পর্যন্ত হতে পারে, তাই না? কিন্তু ব্রিটেনের মোবাইল ফোন নির্মাতা কোম্পানি ভার্চু পাক্কা ১২ লাখ টাকা দামের একটি ফোন তৈরি করে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ফোনটির নাম ভার্চু এ্যাস্টার পি। ফোনটির এই আকাশসমান দামের কারণ বিষয়ে ভার্চু কর্তৃপক্ষ বলেছে, খাঁটি স্বর্ণের প্রলেপ দিয়ে তৈরি করা হয়েছে এই ফোন। এতে আরও টিটেনিয়ামের ফ্রেম ব্যবহৃত হয়েছে। এটির ডিসপ্লেতে ১৩৩ ক্যারেট স্যাফায়ার ক্রিস্টাল গ্লাস প্যানেল রয়েছে। ফোনটিতে ৪ দশমিক ৯ ইঞ্চি মাপের এ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। ফোনটির পেছনে ১২ মেগাপিক্সেল ও সামনে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আগামী বছরের অক্টোবর থেকে বাজারে পাওয়া যাবে ফোনটি। টেকস্পাই অবলম্বনে।
×