ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৪০ বছর বয়সে ৪৪ সন্তানের জননী

প্রকাশিত: ০৫:৫৭, ২১ অক্টোবর ২০১৮

৪০ বছর বয়সে ৪৪ সন্তানের জননী

৪০ বছর বয়সে ৪৪ সন্তান জন্ম দিয়ে আলোচনায় এসেছেন উগান্ডার নাগরিক মরিয়ম নাবাতাঞ্জি। উগান্ডার মুকোনো জেলায় বসবাসরত এই নারীকে বলা হচ্ছে আফ্রিকার সবচেয়ে বেশি সন্তানের জননী। এর মধ্যে অবশ্য ছয়জোড়া যমজ সন্তান জন্ম দিয়েছেন মরিয়ম নাবাতাঞ্জি। আর চারদফা তিনটি করে ও তিনদফা চারটি করে শিশু জন্ম দিয়েছেন তিনি। আর বাকিগুলো একটি করে শিশু জন্ম দেন এই নারী। খবরে বলা হয়েছে, মাত্র ১২ বছর বয়সে ৪১ বয়সী এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। এরপর থেকে মা হওয়া শুরু। প্রথম ঘরে তার কয়েকটি সন্তানের জন্ম হয়। এর কিছুদিন পর মরিয়ম নাবাতাঞ্জির স্বামী আততায়ীর হাতে নিহত হন। এরপর আরও কয়েক দফা বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। কাম্পালার মুলাগো হাসপাতালের চিকিৎসক চার্লস কিগগুনডু বলেন, মরিয়ম নাবাতাঞ্জির প্রতিটি শিশুই সুস্থ ও স্বাভাবিক। আমার মনে হয় জীনগত সমস্যার কারণেই মরিয়ম নাবাতাঞ্জি এতটা সন্তান জন্ম দিতে পেরেছেন। তবে মরিয়মের এ নিয়ে কোন আক্ষেপ নেই। তিনি আরও সন্তান জন্ম দিতে চান। ডেইলি মনিটর অবলম্বনে।
×