ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘চল্লিশ কোটি টাকার সম্পদ দখলের ষড়যন্ত্র করছে কুচক্রী মহল’

প্রকাশিত: ০৫:৫৯, ২১ অক্টোবর ২০১৮

‘চল্লিশ কোটি টাকার সম্পদ দখলের ষড়যন্ত্র করছে কুচক্রী মহল’

স্টাফ রিপোর্টার ॥ প্রায় চল্লিশ কোটি টাকার সম্পত্তি দখলের জন্য কুচক্রী মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন সুরেশ সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান অন্নপূর্ণা অয়েল মিলের মালিক সুধীর চন্দ্র সাহা। তার একমাত্র মেয়েকে মাদকাসক্ত করে ঘর থেকে বের করে নিয়েছে ওই চক্র। মেয়েকে উদ্ধার ও তার সুচিকিৎসারও দাবি জানিয়েছেন তিনি। শনিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করে সুধীর চন্দ্র সাহা এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার এক মাত্র মেয়ে লিমা সাহা নরসিংদী সরকারী কলেজের ছাত্রী ছিল। ওই সময় নরসিংদীর জনৈক ইতি রানী পাল তার ছেলে সৈকত পালকে পরিকল্পিতভাবে লিমার পেছনে লেলিয়ে দেন। সৈকত তাকে প্রেমের ফাঁদে ফেলে মাদকাসক্ত করে। তিনি মেয়েকে নানাভাবে বুঝিয়ে কাউন্সিলিংয়ের মাধ্যমে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করেন। এর মধ্যে তিনি গুলশানের বীকন পয়েন্ট নামে একটি চিকিৎসা কেন্দ্রে ডাক্তার দেখালে চিকিৎসকরা তাকে ‘নিমপোমিয়া’ রোগী বলে শনাক্ত করেন। মাস্টার্স পাস করার পর লিমা সাহাকে বিয়ে দেয়ার চেষ্টা করলে সে একে একে সবগুলো ভাল সম্বন্ধ ফিরিয়ে দেয়। এক পর্যায়ে সে একা ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় সুধীর সাহা যেতে চাইলে তার সঙ্গে অশালীন আচরণ করে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে গিয়ে সে বিমানে চড়তে অস্বীকৃতি জানায়। পরে ভারতে গেলে সেখান থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে ফেরত পাঠায়। বিমান বন্দরে নেমে সৈকত পালের ভগ্নিপতি শুল্ক গোয়েন্দা কর্মকর্তা বিজয় রায়ের সহযোগিতায় ইমিগ্রেশন না করে বের হয়ে যায়। পরে শুল্ক গোয়েন্দার সহকারী কমিশনারের সহায়তায় মেয়েকে উদ্ধার করেন। উদ্ধার করার পর লিমা সাহাকে বিয়ে করেছে বলে দাবি করে সৈকত পাল আদালতে মামলা করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট চিকিৎসাধীন অবস্থায় লিমাকে উদ্ধার করে সৈকত পালের হেফাজতে দেয়। এরই মধ্যে নরসিংদীর যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার সোহেল অতি উৎসাহী হয়ে সৈকতকে ধরে আনতে গিয়ে পুলিশের হাতে আটক হয়। সৈকতের এক বন্ধুকে নিয়ে সুধীর চন্দ্র সাহাসহ কয়েক জনের বিরুদ্ধে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। উচ্চ আদালত থেকে জামিন নেয়ার পরও ওই মামলায় পুলিশ সুধীর চন্দ্র সাহাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় এবং পরে তিনি জামিন নিয়ে বেরিয়ে আসেন। সুধীর সাহা বলেন, সত্য প্রকাশের জন্য আজকের (শনিবার) এই সংবাদ সম্মেলন। ইতি রানী পাল ও তার পরিবার নরসিংদীতে নানা অসমাজিক কার্যকলাপে লিপ্ত।
×