ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জনবিচ্ছিন্ন নেতাদের ঐক্যে বিচলিত নয় সরকার ॥ হানিফ

প্রকাশিত: ০৬:০১, ২১ অক্টোবর ২০১৮

জনবিচ্ছিন্ন নেতাদের ঐক্যে বিচলিত নয় সরকার ॥ হানিফ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২০ অক্টোবর ॥ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, যারা নিজেরাই নিজেদের ঐক্য নিয়ে শঙ্কিত তাদের ঐক্য নিয়ে সরকার বিচলিত নয়। জনবিচ্ছিন্ন এই সব নেতারা নিজেদের ঐক্য টিকে থাকবে কি না তা নিয়ে শঙ্কিত। এই ঐক্য নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও জনগণের কোন ভাবনা নেই। কারণ এই ঐক্যের মধ্যে কার্যত বিএনপি এবং জামায়াত তাদেরই সাংগঠনিক ভিত্তি আছে। সারাদেশে বা জেলা পর্যায়ে কোন সাংগঠনিক অবস্থা নেই। কেন্দ্রেও কোন অবস্থান নেই। শনিবার দুপুরে কুষ্টিয়ায় নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি ও অন্যদের নিয়ে গড়ে উঠা জাতীয় ঐক্য প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে হানিফ এসব কথা বলেন। হানিফ বলেন, বিএনপি-জামায়াত যখন গত ১০ বছরের সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে সরকারকে বিব্রত করতে ব্যর্থ হয়েছে। সুতরাং এই জনবিচ্ছিন্ন নেতৃবৃন্দের ঐক্য নিয়ে সরকারকে বিব্রত করতে পারবে বলে মনে করার কিছু নেই। এটা দেশবাসী ও বিএনপি নিজেরাও জানে। যাদের ঐক্য হয়েছে তারা রাজনৈতিকভাবে চরম হতাশাগ্রস্ত অবস্থায় আছে বলেই তারা অগত্যা এই ঐক্য করেছে।
×