ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় প্রেসক্লাবের ক্রীড়া পুরস্কার প্রদান

প্রকাশিত: ০৬:৩৭, ২১ অক্টোবর ২০১৮

জাতীয় প্রেসক্লাবের ক্রীড়া পুরস্কার প্রদান

স্পোর্টস রিপোর্টার ॥ দেশের খেলাধুলার উন্নয়নে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং বড় কর্পোরেটগুলো সম্পৃক্ত হলে ক্রীড়াঙ্গনে ইতিবাচক প্রভাব পড়ে। ক্রীড়া উন্নয়ন সহজ হবে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন সাইফ পাওয়ারটেকের চেয়ারম্যান ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক তরফদার মোঃ রুহুল আমিন। ক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ক্রীড়া সপ্তাহ আয়োজক কমিটির আহ্বায়ক কল্যাণ সাহা ও বাংলাদেশে ক্রীড়া সাংবাদিকতার পথিকৃত মোঃ কামরুজ্জামান। তরফদার মোঃ রুহুল আমিন বলেন, ‘জাতীয় প্রেসক্লাব এক ঐতিহ্যের নাম এবং সেই ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমি ও আমার প্রতিষ্ঠান আনন্দিত। আমাদের মতো অন্য প্রতিষ্ঠানগুলোও এগিয়ে এলে ক্রীড়াঙ্গনে ইতিবাচক প্রভাব পড়বে এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনও অন্যান্য সেক্টরের মতো এগিয়ে যাবে।’ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, ‘সাংবাদিকতার ব্যস্ত জীবনে খেলাধুলা নিয়ে আসে এক মুঠো স্বস্তির বাতাস, সাইফ পাওয়ারটেকের চেয়ারম্যান ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক তরফদার মোঃ রুহুল আমিনকে পৃষ্ঠপোষকতা করার জন্য আমি প্রেসক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ও আশাকরি তার এ সমর্থন অব্যাহত থাকবে।’ জাতীয় প্রেসক্লাবের ক্রীড়া সপ্তাহের বিভিন্ন ইভেন্টে প্রায় তিন শ’ প্রতিযোগী অংশগ্রহন করেন।
×