ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই বছর পর ফাইনালে সুইস তারকা বেলিন্ডা বেনচিচ

লুক্সেমবার্গে হেরে গেলেন বাউচার্ড

প্রকাশিত: ০৬:৩৮, ২১ অক্টোবর ২০১৮

লুক্সেমবার্গে হেরে গেলেন বাউচার্ড

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের দ্বিতীয় কোন টুর্নামেন্টের সেমিফাইনালের টিকেট কেটেছিলেন ইউজেনি বাউচার্ড। ভাগ্যের জোরেই লুক্সেমবার্গ ওপেনের শেষ চারের টিকেট নিশ্চিত করেছিলেন কানাডার এই প্রতিভাবান খেলোয়াড়। কিন্তু খুব বেশিদূর এগোতে পারেননি তিনি। শুক্রবার লুক্সেমবার্গ ওপেনের সেমিফাইনাল থেকেই ছিটকে গেলেন সাবেক উইম্বলডনের এই ফাইনালিস্ট। সেমিফাইনালে কঠিন লড়াইয়ের পর জার্মানির জুলিয়া জর্জেস এদিন ৬-৭ (৩/৭), ৭-৫ এবং ৬-১ গেমে পরাজিত করেন ইউজেনি বাউচার্ডকে। সেই সঙ্গে দীর্ঘ ৮ বছর পর আবারও লুক্সেমবার্গ ওপেনের ফাইনালে ওঠলেন জুলিয়া জর্জেস। শিরোপা জয়ের লড়াইয়ে তার সামনে বাধা এখন বেলিন্ডা বেনচিচ। সুইজারল্যান্ডের এই তারকা খেলোয়াড়ও এবার দুর্দান্ত খেলছেন বেলজিয়ামে। সেমিফাইনালের ম্যাচে শুক্রবার তিনি থামিয়ে দেন অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা ইউক্রেনের দিয়ানা ইয়াসট্রেমস্কাকে। তবে জয়ের জন্য ঘাম ঝরাতে হয়েছে তার। এই ম্যাচটাও শেষ হয়েছে তিন সেটের লড়াইয়ের পর। বেলিন্ডা বেনচিচ এদিন ৬-২, ৩-৬ এবং ৭-৬ (৭/৫) গেমে পরাজয়ের স্বাদ উপহার দেন ইয়াসট্রেমস্কাকে। ২০১৬ সালে টেনিস কোর্টে নেমেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বাউচার্ড। সে বছরই উইম্বলডনের ফাইনালে জায়গা করে নেন তিনি। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হন কানাডিয়ান তারকা। তবে লুক্সেমবার্গে আশা জাগান তিনি। এই টুর্নামেন্টেই যে ১৪ মাস পর প্রথমবারের মতো বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পঞ্চাশে থাকা কোন খেলোয়াড়কে পরাজিত করেন বাউচার্ড। শুধু তাই নয়, এরপর সেমিফাইনালেও জায়গা করে নেন তিনি। ২০১৮ সালে এটা তার দ্বিতীয় সেমিফাইনাল। সুযোগ এসেছিল দুই বছরের মধ্যে প্রথম কোন টুর্নামেন্টের ফাইনালেও খেলার। কিন্তু সেই পথে কাঁটা হয়ে দাঁড়ালেন জার্মানির জুলিয়া জর্জেস। সেমিফাইনালে বাউচার্ডকে পরাজিত করে ২০১০ সালের পর আবারও লুক্সেমবার্গ ওপেনের ফাইনালের টিকেট নিশ্চিত করলেন জুলিয়া জর্জেস। তার সামনে এখন মৌসুমের পঞ্চম ডব্লিউটিএ শিরোপা জয়ের হাতছানি। শুধু তাই নয়, লুক্সেমবার্গে চ্যাম্পিয়ন হতে পারলে এ বছরের দ্বিতীয় শিরোপা উঁচিয়ে ধরবেন তিনি। কেননা এ মৌসুমে অকল্যান্ডেও যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন জুলিয়া জর্জেস। পঞ্চম শিরোপা জয়ের পথে লুক্সেমবার্গের শীর্ষ বাছাইয়ের প্রতিপক্ষ বেলিন্ডা বেনচিচ। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ ১০ নাম্বারে থাকা বেনচিচও জিতেছেন ঘাম ঝরিয়ে। দুই ঘণ্টা ২১ মিনিট লড়াইয়ের পর প্রতিপক্ষকে হারান তিনি। সেই সঙ্গে ২০১৬ সালের পর এই প্রথম কোন ডব্লিউটিএ একক টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিলেন সুইস তারকা বেলিন্ডা বেনচিচ। এই মুহূর্তে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৪৭ নম্বরে অবস্থান করছেন বেলিন্ডা বেনচিচ। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ সেন্ট পিটার্সবার্গ ওপেনের ফাইনাল খেলেছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য যে, সেবার শিরোপার লড়াইয়ে হেরে গিয়েছিলেন এই সুইস তারকা। যে কারণেই এবার একটু সতর্ক থেকেই ফাইনালে খেলবেন বেনচিচ। সুইস তারকার কাছে হেরে গেলেও এই টুর্নামেন্টে চমক উপহার দিয়েছেন ইয়াসট্রেমস্কা। মাত্র ১৮ বছর বয়স তার। র‌্যাঙ্কিংয়ের হিসেবে অবস্থান ৬৬ নম্বরে। সম্প্রতি হংকং ওপেনের শিরোপা জিতেন তিনি। এরপর লুক্সেমবার্গে চমকে দেন স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজাকে পরাজিত করে। কিন্তু ইউক্রেনের এই টেনিস তারকাকে শেষ পর্যন্ত থামিয়ে দেন বেনচিচ। এদিকে লুক্সেমবার্গের সেমিফাইনাল থেকে বিদায় নিলেও বাউচার্ডের ভক্ত-অনুরাগীদের জন্য রয়েছে সুখবর। ২৪ বছর বয়সী এই কানাডিয়ান তারকার র‌্যাঙ্কিংয়ে অগ্রগতি হতে চলেছে। এক লাফে ১৯ ধাপ অগ্রগতি হচ্ছে তার। আগামী সপ্তাহে নতুন র‌্যাঙ্কিং প্রকাশিত হলে ৮৯ নম্বরে ওঠে আসবেন তিনি। বর্তমানে ইউজেনি বাউচার্ডের অবস্থান ১০৮ নম্বরে।
×