ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোহলির সামনে একগাদা রেকর্ডের হাতছানি

ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে আজ

প্রকাশিত: ০৬:৪০, ২১ অক্টোবর ২০১৮

ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ অনেকের মতে গ্রেট শচীন টেন্ডুলকরের অনেক রেকর্ডই ভেঙ্গে দেবেন তিনি। ভারতীয়দের ক্রিকেট ঈশ্বরকে ছুঁতে বা ছাড়িয়ে যেতে পারবেন কি না সময়েই তার উত্তর মিলবে। তবে বিরাট কোহলি কিন্তু ঠিকই রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন। গুয়াহাটিতে আজ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যখন পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামছে স্বাগতিকরা, তখন সব ছাপিয়ে আলোচনায় সেটিই। সুপার কোহলির সামনে একগাদা রেকর্ডের হাতছানি। যার অনেকগুলো একেবারে আয়ত্তের মধ্যে। ওয়ানডেতে ১০ হাজারের জন্য চাই ২২১ রান, তিন ফরমেট মিলিয়ে স্টিভ ওয়াহকে ছাড়িয়ে যেতে প্রয়োজন ২৮৫। পাঁচ ম্যাচে মাত্র ১৮৭ করলেই ভারতীয় হিসেবে উইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটা নিজের করে নেবেন। আরও অনেক...। যা ফর্মে, তাতে এটি হতে যাচ্ছে কোহলির রেকর্ডের সিরিজ! ধুরন্ধর সব ক্রিকেটার নিয়ে স্বাগতিক ভারত যেখানে হটফেবারিট, সেখানে উন্ডিজের অবস্থা বেশ করুণ। ক’দিন আগেই বাছাই খেলে বিশ্বকাপের টিকেট পেতে হয়েছে এক সময়ের পরাক্রমশালী দেশটিকে। সিরিজটি থেকে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছে ব্যাটিংদানব ক্রিস গেইল। বর্তমানে আরব আমিরাতে আফগানিস্তান প্রিমিয়ার টি২০ লীগে খেলছেন জ্যামাইকান হার্ডহিটার। ঠিক একই কারণে শেষ মুহূর্তে সরে গেছেন আরেক তারকা এভিন লুইসও। সুতরাং টেস্টে ২-০তে হোয়াইটওয়শ জেসন হোল্ডারদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে। ওয়ানডেতে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ভারত দ্বিতীয় আর ওয়েস্ট ইন্ডিজ আছে নয় নম্বরে। গত বছর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে পাঁচ ওয়ানডের সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছিল ভারত। জ্যামাইকায় শেষ ম্যাচে ১১১ রানের ম্যারাথন ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন অধিনায়ক কোহলিই। ২০১৪ সালে বহুল আলোচিত সেই ভারত সফরে পাঁচ ওয়ানডের সিরিজ ২-১এ হেরেছিল ডোয়াইন ব্রাভোর ওয়েস্ট ইন্ডিজ।
×