ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বৃষ্টিভেজা জয়ে সিরিজ ইংল্যান্ডের

প্রকাশিত: ০৬:৪১, ২১ অক্টোবর ২০১৮

বৃষ্টিভেজা জয়ে সিরিজ ইংল্যান্ডের

স্পোর্টস রিপোর্টার ॥ ভরা বৃষ্টির মৌসুমে শ্রীলঙ্কা সফর নিয়ে সমালোচনার মুখে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পাঁচ ওয়ানডের প্রথমটি ভেস্তে গেলে সেটি আরও তীব্র হয়ে ওঠে। এরপর বৃষ্টির বাগড়ার মধ্যে টানা দুই জয়ে এগিয়ে যায় ইয়ন মরগানের দল। চতুর্থ ম্যাচেও একই ঘটনার পুনরাবৃত্তি। শনিবার ক্যান্ডিতে বৃষ্টিবিঘিœত চতুর্থ ওয়ানডেতে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৮ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ‘নাম্বার ওয়ান’ ইংলিশরা। ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৩ রান করেছিল দীনেশ চান্দিমালের শ্রীলঙ্কা। জবাবে ২৭ ওভারে ২ উইকেট হারিয়ে ইংল্যান্ড ১৩২ রান করলে বৃষ্টি শুরু হয়। ডি-এল মেথডে ওই সময় তাদের করতে হত ১১৫ রান। ৩৪ বলে ৩১ রান করে ম্যাচসেরা অধিনায়ক মরগান। আকাশে মেঘের ঘনঘটা দেখে ইংল্যান্ড শুরু থেকেই রানের চাকা সচল রাখতে চেয়েছে। ৪৯ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৫ রান করে আউট হন জেসন রয়। ১২ রান করে ফেরেন এ্যালেক্স হেলস। জো রুট ৫৭ বলে ৩২ আর ৩ চার ও ১ ছক্কায় ৩৪ বলে ৩১ রানের পথে একেবারে প্রয়োজনীয় সময়ে স্ট্রাইক রেট বাড়িয়ে জয়ের পথ তৈরি করে ম্যাচসেরা হন অধিনায়ক মরগান। এর আগে নিরোশান দিকওয়েলা (৭০ বলে ৫২ ) ও দাসুন শানাকার (৬৬ বলে ৬৬) দারুণ দুটি হাফ সেঞ্চুরির সৌজন্য সিরিজে প্রথমবারের মতো চ্যালেঞ্জিং স্কোর পেয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা। শেষদিকে ২৬ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন অকিলা দনঞ্জয়। ইংল্যান্ডের হয়ে মঈন আলি নেন ২ উইকেট। কলম্বোয় পঞ্চম ও শেষ ওয়ানডে মঙ্গলবার। স্কোর ॥ শ্রীলঙ্কা ॥ ২৭৩/৭ (৫০ ওভার; দিকওয়েলা ৫২, সামারাবিক্রমা ১, চান্দিমাল ৩৩, কুসল মেন্ডিস ৫, ধনঞ্জয়া ১৭, শানাকা ৬৬, থিসারা ৪৪, দনঞ্জয়া ৩২*, মালিঙ্গা ৪*; ওকস ১/৪৫, স্টোন ০/৫০, কোরান ১/৫০, মঈন ২/৫৫, রশিদ ১/৩৬, স্টোকস ০/২৭)। ইংল্যান্ড ॥ ১৩২/২ (২৭ ওভার; রয় ৪৫, হেলস ১২, রুট ৩২*, মরগান ৩১*; মালিঙ্গা ০/১৫, আপোন্সো ০/৩৭, রাজিথা ০/২৭, দনঞ্জয়া ২/২৭, ধনঞ্জয়া ০/১৮)। ফল ॥ ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ইংল্যান্ড ১৮ রানে জয়ী। ম্যাচসেরা ॥ মরগান (ইংল্যান্ড)। সিরিজ ॥ পাঁচ ওয়ানডের সিরিজ ইংল্যান্ড ৩-০তে এগিয়ে।
×