ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসির রোমাঞ্চকর ড্র

প্রকাশিত: ০৬:৪১, ২১ অক্টোবর ২০১৮

ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসির রোমাঞ্চকর ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ। ভক্ত-অনুরাগীদের তাই আলাদা করেই দৃষ্টি ছিল স্ট্যামফোর্ডব্রিজে। শেষ পর্যন্ত রোমাঞ্চকর এক ম্যাচই দেখলো ইংলিশ প্রিমিয়ার লীগ। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে নির্ধারিত ৯০ মিনিটে ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল চেলসি। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে রস ব্রাকলির গোলে হার এড়ায় ব্লুজরা। ফলে রেড ডেভিলদের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে মাউরিসিও সারির দল। গত মৌসুমের মতো নতুন মৌসুমটাও সুবিধে করতে পারেননি জোশে মরিনহো। বিতর্ক আর বাজে পারফর্মেন্সের কারণে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন সাবেক রিয়াল মাদ্রিদের এই কোচ। এই ম্যাচটা তাই স্পেশাল ওয়ানের জন্য ছিল অগ্নিপরীক্ষা। তবে তাকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছেন এ্যান্থনি মার্শাল। কেননা ম্যানইউর হয়ে একাই যে দুই গোল করেন তিনি। তবে মূল আলোটা শেষ পর্যন্ত ব্রাকলিই দেখান। চেলসির হয়ে বাকি গোলটি করেন এ্যান্টোনিও রুডিগার। ম্যানইউ বাজে সময় পার করলেও দুর্দান্ত গতিতে ছুটে চলে চেলসি। হাইভোল্টেজ এই ম্যাচে লীগে শীর্ষে ওঠার লক্ষ্য নিয়েই এদিন ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যানইউকে স্বাগত জানায় ব্লুজরা। আর দাপট দেখিয়ে ২১ মিনিটেই রুডিগারের গোলও দলকে সেই দিকে নিয়ে যায়। প্রথমার্ধে আর কোন গোল না হলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় চেলসি। তবে বিরতির পরই যেন আক্রমণের ধার বাড়িয়ে দেয় ম্যানইউ। ফল পেয়ে যায় হাতেনাতে। ৫৫ মিনিটে মার্শালের গোলে সমতায় ফেরে তারা। দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে সেই মার্শালই গোল করে সফরকারীদের লিড এনে দেন। পরের নির্ধারিত ৯০ মিনিটে আর কোন গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ার স্বপ্ন দেখছিল জোশে মরিনহোর শিষ্যরা। কিন্তু কে ভেবেছিল রোমাঞ্চটা যে অপেক্ষা করছিল তখনও। শেষ মুহূর্তে ব্রাকলি গোল করে হতাশ করেন সফরকারী সমর্থকদের। পেদ্রোর কর্নার থেকে ডেভিড লুইজ হয়ে রুডিগার, সেখান থেকেই বল পেয়ে গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার এ্যান্থনি মার্শাল। ম্যানইউর বিপক্ষে ড্র করে ৯ ম্যাচ থেকে ২১ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটিকে হটিয়ে শীর্ষে জায়গা করে নিল চেলসি। এদিন বার্নলির মুখোমুখি হয় সিটি। সেই ম্যাচটা জিতে থাকলে ততক্ষণে হয়তো শীর্ষে উঠে গেছে পেপ গার্ডিওলার দল।
×