ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইয়ুব বাচ্চু স্মরণে বৈশাখীতে ‘প্রিয়শিল্পীর সেরা গান’’

প্রকাশিত: ০৬:৪৭, ২১ অক্টোবর ২০১৮

আইয়ুব বাচ্চু স্মরণে বৈশাখীতে ‘প্রিয়শিল্পীর সেরা গান’’

সংস্কৃতি ডেস্ক ॥ দেশের অন্যতম জনিপ্রয় স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টিভির নিয়মিত আয়োজন ‘প্রিয়শিল্পীর সেরা গান’। অনুূষ্ঠানটি আজ রবিবার রাত ৮টায় প্রচার হবে। আজকের এই অনুষ্ঠানটি কিংবদন্তি ব্যান্ড তারকার শিল্পী আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করা হয়েছে। অনুষ্ঠানে সদ্য প্রয়াত আইয়ুব বাচ্চুর গাওয়া জনপ্রিয় কিছু গান প্রচার করা হবে। তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হলো- ‘সেই তুমি কেন এত অচেনা হলে’, ‘ঘুমভাঙ্গা শহরে’, ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘এখনো অনেক রাত’ প্রভৃতি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রবিউল হাসান সুজন। প্রসঙ্গত গত বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চু। গতকাল শনিবার চট্টগ্রামে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
×