ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নোয়াখালী-২ আসনে উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার জন্য ভোট প্রার্থনা

প্রকাশিত: ০৬:৪৮, ২১ অক্টোবর ২০১৮

নোয়াখালী-২ আসনে উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার জন্য ভোট প্রার্থনা

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২০ অক্টোবর ॥ দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি ও তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভূইয়া মানিক। শুক্রবার সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হওয়া সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবে এ এলাকার বিভিন্ন পূজাম-প পরিদর্শন করে আর্থিক অনুদান ও শুভেচ্ছ বিনিময় করেছেন। এ সময় তিনি উপস্থিত দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করে নৌকা প্রতীকে ভোট চেয়ে দোয়া চেয়েছেন। আতাউর রহমান ভূইয়া মানিকের সঙ্গে এ সময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একসময়ের বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনের এলাকাসমূহে তেমন কোন উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ না হলেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আশার পর থেকে এ আসনের দুই উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক উন্নয়ন হওয়ায় খুশি এ অঞ্চলের মানুষ। মনোনয়ন পওয়ার বিষয়ে আতাউর রহমান ভূইয়া মানিক বলেন, আমি বিশ্বাস করি এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন। আর আমি সেই লক্ষ্যে এলাকার প্রত্যন্ত অঞ্চলে নৌকার পক্ষে কাজ করে যাচ্ছি। এবারের নির্বাচনের দলের সভানেত্রী শেখ হাসিনা আমাকে নোয়াখালী-২ আসন থেকে নৌকা প্রতীক দিলে সকল গ্রুপিং ও বিবাদ মিটিয়ে আসনটি শেখ হাসিনাকে উপহার দিতে পারব। নোয়াখালী ২ আসনে দীর্ঘদিন থেকে বিএনপি প্রার্থী জয়নাল আবেদিন ফারুক সংসদ সদস্য থাকার ফলে এ আসনটি বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। আতাউর রহমান ভূঁইয়া মানিক আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে বিএনপির দুর্গ ভেঙ্গে নৌকা জয় যুক্ত হবে বলে রাজনৈতিক মহলের বিশ্বাস। তিনি আরও বলেন, বাংলার জনগণ বুঝতে পারছে সন্ত্রাস আর দুর্নীতিবাজ দলটিকে ভোট দেয়া যাবে না। নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টকে সামনে রেখে বিএনপি নীলনক্সার রাজনীতি করতে চাচ্ছে। তাই তৃণমূলের নেতাকর্মীরা জাতীয় ঐক্যফ্রন্টের নামে সব ষড়যন্ত্র প্রতিহত করবে। কর্মী সমর্থকদের নিয়ে মানিক প্রতিনিয়ত মতবিনিময় সভার পাশাপাশি ভোটারদের মাঝে তিনি আস্থার প্রতীক হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন।
×