ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝিনাইদহ-১ ॥ মনোনয়ন প্রত্যাশী নজরুলের গণসংযোগ

প্রকাশিত: ০৬:৪৮, ২১ অক্টোবর ২০১৮

ঝিনাইদহ-১ ॥ মনোনয়ন প্রত্যাশী নজরুলের গণসংযোগ

এম রায়হান, ঝিনাইদহ, ২০ অক্টোবর ॥ ঝিনাইদহ-১ আসনের (শৈলকুপা উপজেলা) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কৃষক লীগরে কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিশ্বাস বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্পপতি নজরুল ইসলাম বিশ্বাস (দুলাল) শিশু শেখ রাসেলের ৫৪তম জন্মদিন পালন করেছেন। শৈলকুপার আবাইপুর ইউনিয়নে পাঁচপাকিয়া গ্রামের বিশ্বাস ভবন অডিটরিয়ামে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি এ দিনটি পালন করেন। অনুষ্ঠানে অডিটরিয়ামের ভিতরে ও বাইরে কয়েক হাজার আওয়ামী লীগ কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সেখানে শিশু শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিশালাকৃতির একটি কেক কাটা হয়। এর আগে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নজরুল ইসলাম বিশ্বাস গণসংযোগ করেন উপজেলার ১৪টি ইউনিয়নে। তিনি বলেন, বঙ্গবন্ধুর অবর্তমানে আজ তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। দেশের শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বাসস্থানসহ বিভিন্ন পর্যায়ে উন্নয়ন হয়েছে। দেশে অসখ্য রাস্তা-ঘাট, সেতু, কালভার্ট ও সড়ক নির্মাণ করা হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যহত রাখেতে ফের নৌকায় ভোটদানের জন্য জনগণের প্রতি তিনি আহ্বান জানান। তিনি বলেন, এক সময় পদ্ম সেতু ছিল মানুষের স্বপ্নের অতীত। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন করছেন। সেতু নির্মাণকাজ শেষ হলে দু’পাড়ে গড়ে উঠবে আধুনিক নগরী। সৃষ্টি হবে অসংখ্য যুবকের কর্মসংস্থান। তিনি বলেন এ সরকারের আমলে দেশে মাথাপিছু আয় বেড়েছে। এসব দেখে এক শ্রেণীর বিরোধী দলের পছন্দ হচ্ছে না। তাদের গাত্রদাহ শুরু হয়েছে। তারা আগুন সন্ত্রাস করে পুড়িয়ে মানুষ হত্যা করে দেশের উন্নয়ন নস্যাৎ করতে চেয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বিচক্ষণতা দিয়ে কঠোর হস্তে দমন করেছে। দেশে আজ শান্তিশৃঙ্খলা বিরাজ করছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, দফতর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম প্রমুখ।
×