ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীকে শিল্প নগরী গড়ে তুলতে চান রবিউল আলম বুদু

প্রকাশিত: ০৬:৪৯, ২১ অক্টোবর ২০১৮

ঈশ্বরদীকে শিল্প নগরী গড়ে তুলতে চান রবিউল আলম বুদু

কৃষ্ণ ভৌমিক, পাবনা, ২০ অক্টোবর ॥ প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনার মনোনীত প্রার্থীর নৌকার বিজয়ের মাধ্যমে ঈশ্বরদী বাইপাস রেল স্টেশন প্রশস্তকরণ, রিমডেলিং স্টেশন নির্মাণ, ফ্লাই ওভার নির্মাণ, স্টেডিয়াম নির্মাণ, আটঘরিয়ায় বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, ঈশ্বরদীসহ দেশে ৬৪টি অর্থনৈতিক জোন স্থাপন, পার্ক নির্মাণ, বিমানবন্দর চালুসহ ব্যবসায়ীদের সুবিধা এবং বেকার শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি করে আধুনিক পৌরসভায় উন্নীতকরণ এবং ঈশ্বরদীকে শিল্প নগরী হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আইনজীবী ও বঙ্গবন্ধু কেন্দ্রীয় আইনজীবী পরিষদের সদস্য এ্যাডভোকেট রবিউল আলম বুদু। গত চারদিনের নির্বাচনী প্যাকেজ প্রোগ্রামের আওতায় বাইপাস স্টেশন, বিভিন্ন বাজার, নওদাপাড়া, জিগাতলা, আলহাজ মোড়সহ বিভিন্ন স্থানে আয়োজিত জনসভা, পথসভা, উঠোন বৈঠক, গণসংযোগ, আনন্দ র‌্যালি ও হোন্ডা শোভা যাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য নেতৃত্বে গরিব দেশকে মধ্যম অবস্থায় পরিণত এবং পুরাতন বাংলাদেশকে আধুনিক দেশ হিসেবে বিশ্বের সামনে দাঁড় করিয়েছেন বিধায় নৌকার বিজয়ের মাধ্যমে তাঁকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে দশ বছরের মধ্যে বাংলাদেশকে প্রাশ্চাত্যের সুইজারল্যান্ডে পরিণত করা হবে। এজন্য ঘরে বসে থাকলে চলবে না। কাঁধে কাঁধ মিলিয়ে নেশামুক্ত যুবকদের নৌকার বিজয় নিশ্চিত কল্পে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রতিটি গ্রামে শিক্ষাপ্রতিষ্ঠান করা হয়েছে। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক কর্মসংস্থানের জন্য শিল্প কারখানা গড়ে তোলা হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। দেশে বিদ্যুতের ঘাটতি নেই। আওয়ামী লীগের মার্কা নৌকাকে বিজয়ী করে মানবতার মাতা শেখ হাসিনার দলকে আবারও জয়ী করার জন্য সকলের ঐকান্তিক সহযোগিতা দরকার। এসব কর্মসূচীতে অংশগ্রহণ ও বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা নুরুল হুদা পাখি সরদার, ব্যারিস্টার এম.জি কিবরিয়া, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, আওয়ামী লীগ নেতা হান্নান, মহিদুল ইসলাম, ভিপি জুয়েল, এ্যাডভোকেট এ সালাম, এ্যাডভোকেট মামুন, সবুজ, ছাত্রলীগ নেতা আব্দুল্লা আল মামুর, সজিব, একরাম, মিলনসহ অন্যরা।
×