ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে নৌকার সমর্থনে আওয়ামী লীগের সমাবেশ

প্রকাশিত: ০৬:৪৯, ২১ অক্টোবর ২০১৮

সুনামগঞ্জে নৌকার সমর্থনে আওয়ামী লীগের সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ২০ অক্টোবর ॥ সুনামগঞ্জ-৫ আসনে নৌকার সমর্থনে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংসদ মুহিবুর রহমান মানিকের পক্ষে দোয়ারা বাজার উপজেলা আওয়ামী লীগে আয়োজনে গণসমাবেশে অঙ্গ সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা। শনিবার বিকেলে দোয়ারাবাজার সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ এম এ মান্নান এমপি। প্রধান অতিথির বক্তব্যে মান্নান বলেন, আজ এই বিশাল গণজমায়েত প্রমাণ করে আওয়ামী লীগ সরকারের আমলে এই নির্বচনী এলাকায় কি পরিমাণ উন্নয়ন হয়েছে। এদেশের মানুষ উন্নয়ন ভালবাসে, সাধারণ মানুষ উন্নয়নের সঙ্গে থাকতে চায়। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে এবং যারা উন্নয়কে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করে তাদের প্রতিহত করতে হবে। গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে স্থানীয় সংসদ মুহিবুর রহমান মানিক। প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, যারা ৭১ সালে স্বাধীনতা বিরোধী হিসেবে চিহ্নিত ছিল ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর এই ভাটির জনপদে উল্লাস করেছিল আজ তাদের উত্তরসূরিরা অতীতের মত এখনও নৌকা মার্কার বিরোধিতা করে যাচ্ছে। এদের আগমী দিনে দাতভাঙ্গা জবাব দিতে হবে। আগমী নির্বাচনের মাধ্যমে প্রতিহত করতে হবে। এদের বিরুদ্ধে গণমানুষের গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন আওয়ামী লেবাসধারী বিএনপি জামাতের এইসব পেতাত্মারা বলে, আওয়মী লীগ নাকি উন্নয়ন করেনি। অথচ বিগত সব নির্বাচনে এরা নৌকার বিরোধিতা করে ধানের শীষ ও লঙ্গলে ভোট দিয়েছে। তাদের চেখে উন্নয়ন ধরা পড়ে না। উন্নয়নের সুফল দেখছে ছাতক-দোয়ারাবাজারের তৃণমূলের জনগণ ও ভোটার।
×