ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভালুকায় মনোনয়ন প্রত্যাশী মোস্তফার গণসংযোগ

প্রকাশিত: ০৬:৫০, ২১ অক্টোবর ২০১৮

ভালুকায় মনোনয়ন প্রত্যাশী মোস্তফার গণসংযোগ

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২০ অক্টোবর ॥ ময়মনসিংহ-১১, ভালুকা আসনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক ডজনের বেশি মনোনয়ন প্রত্যাশী যার যার কৌশল অবলম্বনের মাধ্যমে নির্বাচনী এলাকায় গণসংযোগ করে চলেছেন। বিভিন্ন কর্মকা-ের মাধ্যমে ভোটার ও দলীয় তৃণমূল নেতাকর্মীদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের মাঝে সবচেয়ে আলোচিত, প্রায় ৫০ বছর একাধারে দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে তৃণমূল নেতাকর্মীদের কাছে বিশ্বস্ততা ও আস্থা অর্জন করতে সক্ষম হওয়া ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ গোলাম মোস্তফা। জানা যায়, আলহাজ গোলাম মোস্তফা ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে সাড়ে চার বছরে প্রায় দেড় শ’ কিঃ মিঃ কাঁচারাস্তা পাকাকরণসহ ১শ’ ১০ কোটি টাকার অবকাঠামোগত উন্নয়ন করেছেন। অবকাঠামোর মধ্যে রয়েছে ১৮টি অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, উপজেলা পরিষদ কমপ্লেক্স,১টি ইউনিয়ন কমপ্লেক্স, ৭১টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করেছেন। তার কাজের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান-২০১৭ নির্বাচিত ও বিভাগীয় কমিশনার কর্তৃক পদক পান। উপজেলার শিল্পাঞ্চল খ্যাত হবিরবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহাম্মেদ বাচ্চু জানান, তার সঠিক সিদ্ধান্তে ও দক্ষতার সঙ্গে পরিচালনার দরুন ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছে। অথচ স্বাধীনতার পর আওয়ামী লীগের সর্বোচ্চ ৪টির বেশি ইউনিয়ন চেয়ারম্যান জয়ের রেকর্ড নেই।
×