ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাড়ি বাড়ি গিয়ে নৌকাকে ভোট দেয়ার আহ্বান

প্রকাশিত: ০৬:৫০, ২১ অক্টোবর ২০১৮

বাড়ি বাড়ি গিয়ে নৌকাকে ভোট দেয়ার আহ্বান

শামীম রায়হান, দাউদকান্দি ॥ কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর প্রায় প্রতিদিন দাউদকান্দি ও মেঘনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ কর্মিসভা ও উঠান বৈঠক ছাড়াও সামাজিক অনুষ্ঠানে যোগদান এবং দলীয় কর্মসূচী পালনের মাধ্যমে এক গ্রাম থেকে অন্য গ্রামের মাঠ ঘাটে চষে বেড়াচ্ছেন। আবদুস সবুর বলেন, তৃণমূলের নেতাকর্মীরা আওয়ামী লীগের মূল শক্তি। তৃণমূল নেতাকর্মীদের উন্নয়ন মানে বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়ন। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, আমাদের তৃণমূলের নেতাকর্মীরা যাতে উপেক্ষিত না হয়, সে জন্য সবার প্রতি খেয়াল রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। আমরা কোন নেতা না আমরা শেখ হাসিনার একজন কর্মী। বর্তমান সরকার বাংলাদেশের যোগাযোগ, বিদ্যুত, স্বাস্থ্য, চিকিৎসা, কৃষি ক্ষেত্রে এমন কোন জায়গায় নেই যে উন্নয়ন করেনি। ২০০১ সালে নির্বাচনে পর সংখ্যালঘুদের ওপর বিএনপি-জামায়াতের নির্যাতনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বার্থ রক্ষার নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় এনে আপনাদের পাশে দাঁড়ানো সুযোগ করে দিতে হবে। তিনি শুক্রবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত তার নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে গণসংযোগে বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রায় ১০ বছরের উন্নয়নের লিফলেট বিতরণসহ ওই এলাকার হাট বাজার এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বিটেশ্বর ও মারুকা ইউনিয়ন তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ সব কথা বলেন।
×