ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রুয়েটে ভর্তি পরীক্ষা শুরু

প্রকাশিত: ১৮:১৯, ২১ অক্টোবর ২০১৮

রুয়েটে ভর্তি পরীক্ষা শুরু

অনাইন রিপোর্টার ॥ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলতি বছরের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। দুই ইউনিটের অধীনে তিনটি অনুষদের ১৪টি বিভাগে ১২৩৫টি আসনের বিপরীতে মোট ৭৪৮৮ জন ভর্তিচ্ছু এ পরীক্ষায় বসছে। এই হিসাবে আসন প্রতি প্রতিযোগিতা করছে ৬ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম শেখ বলেন, রবিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘ক’ ইউনিটের ৩৫০ নম্বরের লিখিত পরীক্ষা চলছে। মোট ৬৮৮৬ জন পরীক্ষার্থী এই ইউনিটে ভর্তি হওয়ার আবেদন করেছে এবার। আর ‘খ’ ইউনিটে ৩৫০ নম্বরের লিখিত ও ১০০ নম্বরের মুক্ত হস্ত অঙ্কন পরীক্ষা চলছে সকাল ৯টা থেকে বেলা ১২টা ১০ মিনিট পর্যন্ত। এই ইউনিটের পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০২ জন। উপাচার্য বলেন, “শান্তিপূর্ণভাবে পরীক্ষা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত আছে। শিক্ষার্থীদের উপস্থিতিও বেশ ভালো।” ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। এছাড়া ভর্তিপ্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.ruet.ac.bd/admission/) পাওয়া যাবে।
×