ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

একজন ভিন্নমত পোষণ করলেই কমিশন বিভক্ত হয়ে যায় না ॥ কাদের

প্রকাশিত: ২২:২১, ২১ অক্টোবর ২০১৮

একজন ভিন্নমত পোষণ করলেই কমিশন বিভক্ত হয়ে যায় না ॥ কাদের

অনলাইন রিপোর্টার ॥ নির্বাচন কমিশন সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কমিশনের একজনের ভিন্নমত পোষণ ‘ইন্টারনাল ডেমোক্রেসি’। পাঁচজন কমিশনারের একজন ভিন্নমত পোষণ করলেই কমিশন বিভক্ত হয়ে যায় না।’ আজ রবিবার রাজধানীর ধানমন্ডির ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিতে ‘কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা: দেশের সার্বিক উন্নয়নের অণুঘটক’ শীর্ষক গোল টেবিল বৈঠক শেষে সাংবাদিকে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ভুলে গেছেন, নির্বাচন কমিশনার পাঁচ সদস্য বিশিষ্ট। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আরও চারজন কমিশনার আছেন। একজন কমিশনার যদি কোনও ইস্যুতে ভিন্নমত পোষণ করেন, অথবা নোট অব ডিসেন্ট দেন, সেটা গণতন্ত্র। সেখানে অভ্যন্তরীণ গণতন্ত্র (ইন্টারনাল ডেমোক্রেসি) কাজ করছে; আমরা সেটাই মনে করবো। এটা নিয়ে তিনি (মির্জা ফখরুল ইসলাম) যে বিভক্তির অভিযোগ করেছেন, তা হাস্যকর।’ সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অনুমতির ইঙ্গিত পেয়েও ‘নাটক’ করছে তারা। অনুমতি নিয়ে নাটক করা তাদের পুরোনো অভ্যাস। তারা সোহরাওয়ার্দীতে সমাবেশ করেছে। কিন্তু অনুমতি নিয়ে তারা (বিএনপি) নাটক করতে দ্বিধা করেনি। এখনও তারা অনুমতি নিয়ে নাটক করছে।’ সেতুমন্ত্রী বলেন, ‘পুলিশ তাদের অনুমতি দিয়ে দিয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। সভা সমাবেশ যে যেখানে করতে চায়, নিষেধ থাকবে না। থাকার কথা নয়।’ সমাবেশ বড় নেতাদের নিরাপত্তার বিষয়টি পুলিশ খতিয়ে দেখেন জানিয়ে আওয়ামী লীগ নেতা বলেন, ‘যখানে বড় বড় নেতারা কোনও সমাবেশে যান, সেখানে তাদের নিরাপত্তার বিষয়টি পুলিশ খতিয়ে দেখেন।’
×