ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালের সিটি মেয়র শপথ নেবেন সোমবার

প্রকাশিত: ২৩:৫০, ২১ অক্টোবর ২০১৮

বরিশালের সিটি মেয়র শপথ নেবেন সোমবার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আগামীকাল সোমবার সকালে শপথবাক্য পাঠ করাবেন বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে। একইদিন নির্বাচিত কাউন্সিলরাও শপথগ্রহণ করবেন। শপথ অনুষ্ঠানকে ঘিরে বরিশাল ছেড়ে রাজধানীতে এসেছেন বরিশালের কয়েক হাজার নেতাকর্মী। ফলে গত দু’দিনে বরিশাল-ঢাকা নৌরুটে যাত্রী পরিবহনকারী নৌযান, সড়কপথে পরিবহন ও বিমানে উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। এমনকি বরিশাল থেকে রবি ও শনিবার রাতে ছেড়ে আসা লঞ্চগুলোতে কেবিন সংকট দেখা দেয়ায় শেষপর্যন্ত অনেকে কেবিন না পেয়ে লঞ্চের ডেকেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন জানান, শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বেশ কয়েকদিন থেকেই রাজধানীতে অবস্থান করছেন। সর্বশেষ শনি ও রবিবার আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দসহ কয়েক হাজার নেতাকর্মী রাজধানীতে এসেছেন। এছাড়া নির্বাচিত ৪০জন কাউন্সিলরদের সাথেও তাদের কয়েকশ’ নেতাকর্মী ঢাকায় এসেছেন। সূত্রমতে, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামালের মেয়াদকাল শেষ হচ্ছে ২৩ অক্টোবর। একইদিনে দায়িত্ব নেবেন নতুন মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ। আওয়ামী লীগ নেতা সাদিকের আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়াকে কেন্দ্র করে বরিশালে চলছে ব্যাপক প্রস্তুতি। আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণের জন্য সাদিক আব্দুল্লাহ রাজধানীতে থাকলেও পুরো বরিশাল নগরীতে উৎসবমুখরতা বিরাজ করছে। আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে শহরের প্রবেশদ্বারগুলোতে নির্মাণ করা হয়েছে বিশালাকারের তোরণ। জনগুরুত্বপূর্ণ এলাকায় শোভা পাচ্ছে মেয়র সাদিক আব্দুল্লাহকে শুভেচ্ছা জানিয়ে টাঙানো ছবি সংবলিত বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ’র ছবিও তুলে ধরা হয়েছে। পাশাপাশি সিটি কর্পোরেশনকে সাজানো হয়েছে বাহারি রঙের আলোক সজ্জায়। সার্বিক চিত্রপট বলছে সাদিককে বরণ করতে সর্বত্র সাজ সাজ রব বিরাজ করছে। এছাড়া মেয়র সাদিক আব্দুল্লাহকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে সিটি কর্পোরেশনের সামনে ফজলুল হক অ্যাভিনিউ রোডে একটি বিশালাকারের মঞ্চও নির্মাণের কাজ চলছে। একইভাবে শহরের বিবির পুকুরপাড়, লঞ্চঘাট, সদর রোড, জেলাখানার মোড়, নথুল্লাবাদ ও রূপাতলীতে সাদিককে শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে সু-বিশাল তোরণ। আজ সোমবার শপথগ্রহণ শেষে বরিশালের উদ্দেশ্যে রওনা দেবেন নবনির্বাচিত মেয়র সাদিক আব্দুল্লাহ। কাল মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশনের দায়িত্বভার গ্রহণ করবেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে তাকে সিটি কর্পোরেশন ও আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা দিয়ে বরণ করে নেওয়া হবে।
×