ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ববি হাজ্জাজের দলের নিবন্ধন দেয়ার নির্দেশ

প্রকাশিত: ০০:৫২, ২১ অক্টোবর ২০১৮

ববি হাজ্জাজের দলের নিবন্ধন দেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) নিবন্ধন দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ আদেশ পাওয়ার ১৫ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। রবিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাশনা ইমাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল। এর আগে ১৬ অক্টোবর এনডিএমকে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের কেন নির্দেশনা দেওয়া হবে না- তা জানতে চেয়ে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়। পরে এ বিষয়ে আদেশের জন্য রবিবার (২১ অক্টোবর) দিন নির্ধারণ করেন হাইকোর্ট।
×