ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ইমরুলের সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২৭১/৮

প্রকাশিত: ০১:৩৮, ২১ অক্টোবর ২০১৮

ইমরুলের সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২৭১/৮

অনলাইন রিপোর্টার ॥ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে সিরিজ শুরু করছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস ভাগ্যকে পাশে পেলেন মাশরাফি বিন মুর্তজা। টস জিতে ব্যাটিং করে বাংলাদেশ । নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশে ৮ উইকেট হারিয়ে করেছে ২৭১ রান। অভিষেকে ফজলে রাব্বির মাহমুদ ফিরেছে শূন্য হাতে। ম্যাচের শেষ শেষের দিকে বানের স্রোতের মতো আসছিল রান। নিজের ব্যক্তিগত সেরা ১১২ ছাড়িয়ে ইমরুল কায়েস প্রায় পৌঁছে গিয়েছিলেন ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ তামিম ইকবালের ১৫৪ রানের কাছে। সেই রেকর্ড ভাঙা হয়নি ইমরুলের। দ্বিতীয় সর্বোচ্চ ১৪৪ রান করা মুশফিকুর রহিমকে স্পর্শ করে ফিরেছেন এই ওপেনার। তাকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট নিয়েছেন কাইল জার্ভিস। ১৪০ বলে ১৩ চার ও ছয় ছক্কায় মেরেছেন ইমরুল। ৬৮ বলে তিন চার ও এক ছক্কায় ফিফটি ছুঁয়ে পরের বলে ফিরে যান সাইফ। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ৫০ ওভারে ২৭১/৮ (লিটন ৪, ইমরুল ১৪৪, মাহমুদ ০, মুশফিক ১৫, মিঠুন ৩৭, মাহমুদউল্লাহ ০, মিরাজ ১, সাইফ ৫০, মাশরাফি ২*, মুস্তাফিজ ১*; জার্ভিস ৪/৩৭, চাতারা ৩/৫৫, টিরিপানো ০/৬০, মাভুটা ১/৪৮, রাজা ০/৩৭, উইলিয়ামস ০/৩২)
×