ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হাজীগঞ্জে বৌ ছাড়াই বাড়ী ফিরলেন বর

প্রকাশিত: ০৩:৫৪, ২১ অক্টোবর ২০১৮

হাজীগঞ্জে বৌ ছাড়াই বাড়ী ফিরলেন বর

সংবাদাদতা, চাঁদপুর, হাজীগঞ্জ ॥ চাঁদপুরের হাজীগঞ্জে বৌ ছাড়াই বাড়ী ফিরলেন বর পক্ষ। ২১ অক্টোবর রবিবার বিকেলে উপজেলার বাকিলা ইউনিয়নের সন্না গ্রামের মোল্লা বাড়িতে আব্দুল মালেক মোল্লার মেয়ের বাল্যবিবাহ বন্ধ করার পর বরের জন্য রান্না করা খাবার খেয়েই বৌ ছাড়াই বর পক্ষ বিদায় হন। বিষয়টি এলাকায় টক অব দ্যা টাইউনে পরিণত হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, একই ইউনিয়নের বাকিলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলামের সাথে বিয়ে দিনক্ষন নির্ধারন করা হয় রবিবার দুপুরে। সে অনুযায়ী বর ও বর পক্ষের মেহমান কনের বাড়িতে যথাসময়ে উপস্থিত হয়। এর কিছুক্ষন পরে বিয়ে বাড়িতে হাজির হন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী। জন্মনিবন্ধন ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অনুযায়ী ৭ এপ্রিল ২০০১ সালে শিক্ষার্থীর জন্মসাল ও ১৮ বছর পূর্ণ না হওয়ায় ম্যাজিষ্ট্রেট এই শিক্ষার্থীর বিয়ে তাৎখনিক বন্ধন করে দেন। ১৮ বছর পূর্ণ না হওয়ার পূর্বে এ শিক্ষার্থীকে বিয়ে দেওয়া হবে না এমন শর্তে নির্বাহী ম্যাজিষ্ট্রে ওই শিক্ষার্থীর মা, মামা, চাচা ও বরের বাবা’র কাছ থেকে মুছলেকা আদায় করে নেন। এরপরেই আমন্ত্রিত অতিথিদের খাইয়ে বর পক্ষ কনে ছাড়াই বিদায় নেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হক চৌধুরী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং মেহেমানদের জন্য খাবার স্থানীয় আমন্ত্রিত অতিথিসহ স্থানীয় গরীব দুঃখীর মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে।
×