ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বরিশাল-৩ ॥ তৃণমূলে পছন্দের প্রার্থী চান এলাকবাসী

প্রকাশিত: ০৪:১৯, ২২ অক্টোবর ২০১৮

বরিশাল-৩ ॥ তৃণমূলে  পছন্দের প্রার্থী  চান এলাকবাসী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনকে এবারই সর্ব প্রথম আওয়ামী লীগের আসন হিসেবে দলের সভাপতি শেখ হাসিনাকে উপহার দিতে চান মিজানুর রহমান মিজান। দীর্ঘদিন থেকে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড হ্যান্ডবিল, পোস্টার, বিলবোর্ডসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়ে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচার ও গণসংযোগ করে যাচ্ছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মোঃ মিজানুর রহমান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের জোরালো দাবির মুখে মুক্তিযোদ্ধার সন্তান মিজানুর রহমান গত কয়েক বছর থেকে মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন। নির্বাচনী এলাকায় নিজস্ব অর্থায়নে ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে জড়িয়ে রাখা ‘আলোকিত মুলাদী’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান সদ্যসমাপ্ত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে কয়েক শ’ নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নগরীর নিজ বাসায় অবস্থান করে টানা ২০ দিন বিরামহীন প্রচার চালিয়ে সর্বত্র ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। এছাড়া চলতি বছরের ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশালের জনসভায় ব্যাপক লোকসমাগম ঘটাতে মিজানুর রহমান ব্যাপক ভূমিকা পালন করে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি কেড়েছেন। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা জানান, স্বাধীনতার পর থেকে দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত তারা বরিশাল-৩ আসনে নিজ দলের প্রতীকে ভোট দিতে পারেননি। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা (ভোটার) একমাত্র যোগ্যপ্রার্থী হিসেবে মিজানুর রহমানকে মনোনয়ন দেয়ার জন্য দলের সভাপতি শেখ হাসিনার কাছে জোর দাবি করেছেন। মিজানুর রহমান বলেন, জনসেবার জন্য আমার রাজনীতি, জনসাধারণের ভালবাসাই আমার তৃপ্তি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা উপহার দেবেন বলে আমি শতভাগ আশাবাদী। তিনি আরও বলেন, এবারই সর্বপ্রথম বরিশাল-৩ আসনকে আওয়ামী লীগের আসন হিসেবে উপহার দেয়ার জন্য ইতোমধ্যে আমি কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। জানা গেছে, এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে অন্য কোন প্রার্থীকে মাঠপর্যায়ে পাওয়া না গেলেও বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে খালেদা জিয়ার আইন উপদেষ্টা এ্যাডভোকেট জয়নুল আবেদীন, দলের ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান ও সাবেক এমপি মোশাররফ হোসেন মঙ্গু, মুলাদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার খান, ওয়ার্কার্স পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে বর্তমান সাংসদ এ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ের পরিচালক এবং বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় সহসভাপতি আতিকুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদা মুন্সী, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম প্রকাশ্যে ও গোপনে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন।
×