ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে লালন করেই জীবন শেষ করতে চাই ॥ কাদের সিদ্দিকী

প্রকাশিত: ০৪:২১, ২২ অক্টোবর ২০১৮

বঙ্গবন্ধুকে লালন করেই জীবন শেষ করতে চাই ॥   কাদের সিদ্দিকী

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২১ অক্টোবর ॥ কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন. আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল নয়, আওয়ামী লীগ মতিয়া চৌধুরী ও ইনুর দল। বঙ্গবন্ধুর পাশে ক’জন ছিল, কেউ ছিল না। একমাত্র এই কাদের সিদ্দিকী-ই ছিল। যুবক বয়সে অনেকেই প্রেম করে থাকে কিন্তু আমি জীবনে প্রেম করি নাই। তবে আমি প্রেম করেছি বঙ্গবন্ধুর সঙ্গে। বঙ্গবন্ধু ছাড়া আমি কাউকে চিনি না। তাকে মনে লালন করেই জীবন শেষ করতে চাই। রবিবার বিকেল ৫টার দিকে নাটোরের বড়াইগ্রামের বনপাড়ার কালিকাপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আসন্ন একাদশ জাতীয় নির্বাচন সম্পর্কে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থীকে ভোট দেয়া ছাড়া আর কোন বিকল্প নাই। তিনি নির্বাচনে শুদ্ধতার প্রতীক গামছা প্রতীকের প্রতি আস্থা রাখতে ভোটাদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, যদি আমার দল নির্বাচনে অংশ নেয় তবে এই আসনে (নাটোর-৪: গুরুদাসপুর-বড়াইগ্রাম) সংসদ সদস্য প্রার্থী হিসেবে শহীদুল ইসলাম মুন্সি মনোনয়ন পাবেন। কৃষক শ্রমিক জনতা লীগের বড়াইগ্রাম উপজেলা সভাপতি লিয়াকত আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে সংগঠনের উত্তরবঙ্গের প্রধান সমম্বয়কারী ও কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল ইসলাম মুন্সী, বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, টাঙ্গাইল জেলা সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম, যুব আন্দোলনের সভাপতি হাবিবুন নবী সোহেল, ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক কাওসার জামান খান, মুক্তিযোদ্ধা আবুল খায়ের প্রমুখ বক্তৃতা করেন।
×