ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাবেক এমপি মাসুদ হিলালীর সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৪:২২, ২২ অক্টোবর ২০১৮

সাবেক এমপি মাসুদ হিলালীর  সংবাদ  সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২১ অক্টোবর ॥ কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মোঃ মাসুদ হিলালী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান তুলে ধরেছেন। রবিবার সকালে তিনি শহরের শোলাকিয়ার নিজ বাসভবনে সাংবাদিকদের বলেন, ‘বিগত চারটি সংসদ নির্বাচনে অংশ নিয়ে মাত্র একটিতে বিজয়ী হয়েছি। অতীতে দলের প্রয়োজনে অনেক ত্যাগ স্বীকার করেছি। ভবিষ্যতেও দল যদি যোগ্য মনে করে মনোনয়ন দেয় তবে দেশের পরিবেশ পরিস্থিতি বুঝে সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেব। আর তাই গত দুই মাস ধরে সংসদীয় এলাকার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৪০টি কর্মিসভা করে তৃণমূলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি’। মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী আরও বলেন, সব সময় জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাস করেছি। বিএনপিসহ অন্য দলের নেতাদের সঙ্গে সহাবস্থান থেকে রাজনীতি করেছি। এ সময় তিনি বর্তমানে কিশোরগঞ্জে বিএনপির রাজনীতিতে আগের চেয়ে দলে অনেক কোন্দল ও গ্রুপিং সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন। এ সময় তিনি খালেদা জিয়ার মুক্তি, তারেক জিয়ার নামে মামলা ও সাজা বাতিলসহ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে সরকারের নিকট দাবি জানান। সংবাদ সম্মেলনে সদরের মহিনন্দ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম, মারিয়া ইউনিয়নের সাবেক সভাপতি জিয়াউল হক, সাবেক সাধারণ সম্পাদক সাইফউদ্দিন, যশোদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
×